এদিন হরভজনকে শুভেচ্ছা জানিয়ে করা টুইটে ভাজ্জির সঙ্গে নিজের ছবি পোস্ট করে বিরু লেখেন, ‘পরিবারকে আর্থিক সাহায্য করতে কানাডায় গিয়ে ট্রাক ড্রাইভার হওয়ার ভাবনা থেকে ভারতের অন্যতম সেরা স্পিনার হয়ে ওঠা, একটা অসাধারণ যাত্রা। ’
শেওয়াগের এই টুইটের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ভাইরাল হয়ে যায়।
টুইটারে এদিন হরভজনকে শুভেচ্ছা জানান তার স্ত্রী গিতা বাসরা এবং শিখর ধাওয়ান। অন্যদিকে বিশ্বের অন্যতম সেরা অফস্পিনারের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে ভোলেনি আইসিসি। শুভেচ্ছা বার্তা আসে বিসিসিআইয়ের পক্ষ থেকেও।
১৯৯৮ সালে ভারতের হয়ে অভিষেক হওয়া হরভজন সর্বশেষ জাতীয় দলের হয়ে ২০১৬ সালে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে ক্যারিয়ারে ১০৩ টেস্ট ও ২৩৬টি ওয়ানডে খেলেছেন। উইকেট দখল করেছেন যথাক্রমে ৪১৭ ও ২৬৯টি। টি-২০তে ২৮ ম্যাচে খেলে ২৫টি উইকেট পেয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ০৪ জুলাই, ২০১৭
এমএমএস