ডারউইনে বুধবার নর্দান টেরিটরি (এনটি) আমন্ত্রিত একাদশের বিপক্ষে মুখোমুখি হয় এইচপি। যেখানে টসে জিতে আগে ফিল্ডিং নেন লিটন দাশ।
তবে জবাবে ব্যাটিংয়ে নেমে জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা লিটন দাস ও এনামুল হক গড়েন ৫৮ রানের জুটি। আগ্রাসী বেশি ছিলেন অধিনায়ক লিটন। ৩১ বলে ৪১ করেন এইচপি অধিনায়ক। দলের পঞ্চাশ হয়ে যায় ৬ ওভারেই।
২৯ বলে ২০ করে এনামুলের বিদায়ে ভাঙে উদ্বোধনী জুটি। তিনে নেমে ১ রানেই ফেরেন নাজমুল হোসেন শান্ত। এমনিতে টপ অর্ডারে অভ্যস্ত মেহেদি মারুফ ও ইমতিয়াজ হোসেন ব্যর্থ মিডল অর্ডারে খেলে। সহজাত মিডল অর্ডার তাসামুল হকও ফিরলেন ৭ রান করেই। পরে চলতে থাকা আসা-যাওয়ার মিছিল।
তবে বিপর্যয় কাটিয়ে দলকে জয়ের প্রান্তে পৌঁছে দেন তানভীর হায়দার-আবুল হাসানের অষ্টম উইকেট জুটি। এই জুটিতে যোগ করে মূল্যবান ৪৪ রান। ৩১ রান করে আবুল হাসান আউট হলেও, ৫১ রানে অপরাজিত থেকেছেন তানভীর। ১ উইকেট হাতে রেখে জয়ের দেখা পায় বিসিবির এইচপি দল।
সফরে এইচপি দলের পরের ম্যাচ আগামীকাল বৃহস্পতিবার।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ০৫ জুলাই, ২০১৭
এমএমএস