লর্ডসে প্রথম টেস্টটি শুরু বাংলাদেশ সময় বিকেল ৪টায়। ইংল্যান্ডের হয়ে টস করতে নামেন জো রুট আর দক্ষিণ আফ্রিকার হয়ে ডিন এলগার।
এবিডি ভিলিয়ার্স গত বছর জানুয়ারির পর টেস্ট থেকে স্বেচ্ছাবিশ্রামে। তার জায়গায় দায়িত্ব পালন করছিলেন ফাফ ডু প্লেসিস। ফাফ ডু প্লেসিস প্রথম সন্তান ও স্ত্রীর পাশে থাকার জন্য ছুটি নেওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে নেই। তার জায়গায় অধিনায়কত্বের ভার ডিন এলগারের কাঁধে। ১৪ জুলাই ট্রেন্ট ব্রিজে দ্বিতীয় টেস্টের আগেই দলে যোগ দেওয়ার কথা ডু প্লেসিসের। অন্যদিকে এ টেস্টেই ইংল্যান্ডের নেতৃত্বে অভিষেক হলো জো রুটের। অ্যান্ডু স্ট্রাউস, মাইকেল ভন আর নাসের হুসেইন এই তিনজনের অধিনায়কত্বের ক্যারিয়ার শেষ হয়েছিল দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে। আর জো রুটের শুরু হলো সেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই।
দক্ষিণ আফ্রিকা ডিন এলগারকে একটি মাত্র ম্যাচের দায়িত্ব দিলেও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা থেকেই ইংল্যান্ড রুটকে নির্বাচন করেছে। ইংল্যান্ডকে প্রথমবারের মতো নেতৃত্ব দেওয়া ২৬ বছর বয়সী ইয়র্কশায়ারের ব্যাটসম্যান রুটকে নিয়ে দারুণ আশাবাদী দেশটির ক্রিকেট বোর্ড। রুটের কাছে অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিলেও অ্যালিস্টার কুক খেলছেন ব্যাটসম্যান হিসেবে।
সে যাই হোক, লর্ডসে আজ সিরিজের প্রথম টেস্টে একই সঙ্গে অধিনায়ক হিসেবে দু’জনের অভিষেক দেখতে পেল ক্রিকেট-বিশ্ব।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ০৬ জুলাই ২০১৭
এমআরপি