ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চ্যাম্পিয়নস ট্রফির পর পাকিস্তানে ভীত ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, জুলাই ৬, ২০১৭
চ্যাম্পিয়নস ট্রফির পর পাকিস্তানে ভীত ভারত ছবি: সংগৃহীত

বিরাট কোহলিদের কাটা গায়ে নুনের ছিটা দিলেন শাহরিয়ার খান! চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে বিশাল ব্যবধানে হারের পর পাকিস্তানে ভীত ভারত এমন মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান। একইসঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ ইস্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিঅাই) সমালোচনা করেছেন তিনি।

পাকিস্তানের কাছে স্রেফ উড়ে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। লন্ডনের কেনিংটন ওভালে (১৮ জুন) ১৮০ রানের দাপুটে জয়ে হাইভোল্টেজ ম্যাচটি একপেশে করে নেয় সরফরাজ আহমেদের দল।

৩৩৮ রান তাড়া করতে নেমে ১৫৮-তে অলআউট হওয়ার লজ্জায় ডোবে তারকাসমৃদ্ধ টিম ইন্ডিয়া। প্রথমবারের মতো শিরোপা উল্লাসে মাতে পাকিস্তান শিবির।

ইসলামাবাদে চ্যাম্পিয়নস ট্রফি বিজয়ীদের দেওয়া পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের অভ্যর্থনায় নাকি শাহরিয়ার এমন কথা বলেছেন। তাকে উদ্ধৃতি করে ক্রিকেট পোর্টাল ‘পাকপ্যাশন ডট কম’ বলছে, ‘জয়ের পর, আমরা ভারতকে দ্বিপাক্ষিক ক্রিকেট খেলতে চ্যালেঞ্জ জানিয়েছি। কিন্তু তারা খেলবে না, আমাদের টিমকে ভয় পায়। বলেছে শুধুমাত্র আইসিসি ম্যাচেই আমাদের বিপক্ষে খেলবে, এর বাইরে নয়। ’

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে উড়িয়ে পাকিস্তানের বাঁধভাঙা উল্লাস/ছবি: সংগৃহীতসবশেষ ২০১২-১৩ বছরে পাকিস্তান ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ উপভোগ করেন দর্শকরা। সেবার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রতিবেশী দেশটিতে গিয়েছিল টিম পাকিস্তান। সীমান্তে অস্থিরতা, দু’দেশের সরকারের কুটনৈতিক টানাপোড়েনে দু’দলের মধ্যকার সিরিজ বন্ধ। পাকিস্তানের পক্ষ থেকে বারবার আগ্রহ দেখানো হলেও ইতিবাচক সাড়া মিলছে না ভারতের পক্ষ থেকে!

২০১৫ ও ২০২৩ সালের মধ্যে একাধিক দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দুই বোর্ডের মধ্যে একটা সমঝোতা স্মারক সাক্ষর হয়েছিল। কিন্তু পাকিস্তানের বিপক্ষে খেলতে কেন্দ্র সরকারের কাছ থেকে অনুমতি পাচ্ছে না বিসিসিআই।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ৬ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।