ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কন্ডিশন নিয়ে ভাবছেন না তামিম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, জুলাই ৮, ২০১৭
কন্ডিশন নিয়ে ভাবছেন না তামিম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

একমাসও হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ইংল্যান্ড থেকে ফিরেছেন টাইগার হার্ডহিটার ব্যাটসম্যান তামিম ইকবাল। তাই ইংল্যান্ডের কন্ডিশন তার মুখস্ত থাকবে এটাই স্বাভাবিক। তামিমও সেকথা অকপটে স্বীকার করলেন।

কাউন্টি ক্লাব এসেক্সের হয়ে খেলতে ইংল্যান্ডের কন্ডিশন এতটুকুও ভাবাচ্ছে না এই লাল-সবুজের মারকুটে ওপেনারকে।
 
শনিবার (৮ জুলাই) এসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেটে অংশ নিতে দেশ ছাড়ার আগে তিনি জানান, ‘কিছুদিন আগেইতো ইংল্যান্ড থেকে খেলে এলাম।

তাই ওখানকার কন্ডিশন আমার জন্য সমস্যার কারণ হবে না। ’
 
এদিকে দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে আগামী মাসেই বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বেশ কয়েকজন খেলোয়াড়ের চুক্তি নিয়ে বিবাদমান সংকটের কারণে ইতোমধ্যেই সফরটি নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। তারপরেও যদি অজিরা বাংলাদেশ সফরে আসে তাহলে হোম গ্রাউন্ডের বাড়তি সু্বিধা নিয়ে অজিদের চেয়ে স্বাগতিক হিসেবে বাংলাদেশই এগিয়ে থাকবে বলে মত তামিমের, ‘আশা করছি অস্ট্রেলিয়া সিরিজটি বেশ উপভোগ্য হবে। যেহেতু আমাদের ঘরের মাটিতে খেলা সেহেতু এগিয়ে থাকবো আমরাই। ’

এদিকে অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে আগামী ১০ জুলাই থেকে মিরপুরে শুরু হচ্ছে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। কাউন্টি ক্রিকেটে অংশ নেয়ায় দলের অন্যান্য সদস্যদের সাথে উপস্থিত থাকতে পারবেন না তামিম। তবে বিষয়টিকে নিয়ে তিনি ততটা চিন্তিত নন, ‘কাউন্টি খেলে ফেরার পর অস্ট্রেলিয়ার সিরিজকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করার জন্য যথেষ্ট সময় আমি পাব। তাই এই বিষয়টি নিয়ে তেমন কিছুই ভাবছি না। ’

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ০৮ জুলাই ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।