ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অপেক্ষা বাড়লো মিতালি রাজের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জুলাই ৮, ২০১৭
অপেক্ষা বাড়লো মিতালি রাজের ছবি: সংগৃহীত

ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক ভারতের ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকার। নারী ক্রিকেটের সর্বোচ্চ রানের মালিক হতে অপেক্ষা বাড়লো আরেক ভারতীয়র। নারী দলের ক্যাপ্টেন মিতালি রাজ আর ৩৩ রান করলেই নারী ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ রানের মালিক বনে যাবেন।

চলমান মহিলা বিশ্বকাপে শনিবার (০৮ জুলাই) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে নামেন মিতালি রাজ। তবে, প্রথম বলেই বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে।

ফলে, নারী ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হতে ৩৩ রানের অপেক্ষা নিয়েই থাকতে হচ্ছে মিতালিকে।

মিতালির সামনে আরও একটি মাইলফলক হাতছানি দিচ্ছে। আর মাত্র ৪১ রান করলেই প্রথম নারী ক্রিকেটার হিসেবে ছয় হাজার রানের ল্যান্ডমার্ক স্পর্শ করবেন তিনি।

১৯১ ম্যাচের ১৮০ ইনিংসে ব্যাট করে ৫ হাজার ৯৯২ রান করে এ মুহূর্তে নারীদের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এডওয়ার্ডসের দখলে। ৫ হাজার ৯৫৯ রান নিয়ে তার পরেই আছেন মিতালি। ১৮২ ম্যাচের ১৬৩ ইনিংসে ব্যাট হাতে নেমেছেন তিনি। এডওয়ার্ডসের দখলে নারী ক্রিকেটারদের সর্বোচ্চ ৯টি সেঞ্চুরি থাকলেও মিতালির নামের পাশে আছে ৫টি সেঞ্চুরি। এডওয়ার্ডস ৪৬বার হাফ-সেঞ্চুরি করলেও দুটি বেশি করেছেন মিতালি।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ০৮ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।