ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টিতে ২১ ছক্কায় ডাবল সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, জুলাই ৯, ২০১৭
টি-টোয়েন্টিতে ২১ ছক্কায় ডাবল সেঞ্চুরি ছবি: সংগৃহীত

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ৭১ বলে ২১৪ রান, তাও আবার টি-টোয়েন্টি ম্যাচে! আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান শফিকুল্লাহ শাফাক এই দানবীয় ইনিংস খেলেছেন।

ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের ওপর স্টিম রোলার চালিয়ে ২১টি ছক্কার পাশাপাশি শাফাক ১৬টি চার হাঁকিয়েছেন। ২০ ওভারে তার দল তুলেছে ৩৫১ রান।

আফগানিস্তানের প্যারাগন ন্যানগরহর চ্যাম্পিয়ন ট্রফি নামের টি-টোয়েন্টি টুর্নামেন্টে খতিজ ক্রিকেট একাডেমির হয়ে কাবুল স্টার ক্রিকেট ক্লাবের বিপক্ষে ২১৪ রানের ইনিংসটি খেলেছেন শফিকউল্লাহ।

শাফাকের ভাই ওয়াহিদউল্লাহ শাফাক ৩১ বলে ১০ চার ও ৩ ছক্কায় করেন ৮১ রান। জবাবে ১০৭ রানেই অলআউট হয়ে যায় কাবুল স্টার। ২৪৪ রানের বিশাল জয় পায় খতিজ ক্রিকেট একাডেমি।

আফগানিস্তানের জার্সিতে ২০টি ওয়ানডে আর ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শাফাক। ওয়ানডেতে তার আন্তর্জাতিক স্ট্রাইকরেট ১০৩ আর টি-টোয়েন্টিতে তার স্ট্রাইকরেট ১৪৩ এর ওপরে।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ০৯ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।