ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শুরু হচ্ছে মাশরাফি-মুশফিকদের কন্ডিশনিং ক্যাম্প

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, জুলাই ৯, ২০১৭
শুরু হচ্ছে মাশরাফি-মুশফিকদের কন্ডিশনিং ক্যাম্প ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বছরের শুরু থেকে বিদেশের মাটিতে টানা সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ব্যস্ততা শেষে বাংলাদেশ দলের ক্রিকেটারদের ২৫ দিনের বিশ্রাম দেয়া হয়েছিল। সেই বিশ্রাম শেষে এখন তাদের সময় হয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ার।

সোমবার (১০ জুলাই) থেকে অজি ও প্রোটিয়ার বিপক্ষে সিরিজে নিজেদের শানিয়ে তোলার মিশনে যোগ দেবেন টাইগাররা।

আসন্ন এই দুই সিরিজকে সামনে রেখে এদিন সকাল ৯টায় মিরপুরে রিপোর্ট করবেন প্রাথমিক দলে ডাক পাওয়া ২৩ ক্রিকেটার।

দুই সিরিজকে সামনে রেখে টাইগারদের প্রাথমিক দলে ২৯ জন ক্রিকেটারকে রাখা হলেও সবাই এদিন ক্যাম্পে যোগ দিতে পারছেন না। কেননা পাঁচ ক্রিকেটার এইচপি দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে থাকায় (এনামুল বিজয়, সাইফুদ্দিন, আবুল হাসান রাজু, তানবীর হায়দার ও লিটন দাস) এবং তামিম ইকবাল এসেক্সের হয়ে কাউন্টি খেলতে ইংল্যান্ডে অবস্থান করায় ২৩ ক্রিকেটারই প্রথম দিন থেকেই ক্যাম্পে যোগ দেবেন বলে নিশ্চিত করেছে বিসিবির অপারেন্স বিভাগ।

এদিকে টাইগার হেড কোচ হাথরুসিংহে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে অস্ট্রেলিয়ায় থাকায় তিনিও আপাতত দলের সঙ্গে থাকতে পারছেন না। তাই মাশরাফি, মুশফিকদের নেতৃত্বে আপাতত থাকবেন জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়ন।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ০৯ জুলাই ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।