ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ছুটি কাটিয়ে ক্রিকেটের ডেরায় টাইগাররা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
ছুটি কাটিয়ে ক্রিকেটের ডেরায় টাইগাররা ছবি: সংগৃহীত

বিদেশের মাটিতে সিরিজ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে টানা আটমাস ব্যস্ত সময় পার করার পর তিন সপ্তাহের ছুটি মিলেছিল বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের। সেই ছুটি শেষে সোমবার (১০ জুলাই) থেকে আবার ক্রিকেটের ডেরায় ফিরেছে টাইগাররা। লক্ষ্য একটি নয়, দুই-দুইটি সিরিজের প্রস্তুতি।

এর একটি আগামী মাসে দেশের মাটিতে অনুষ্ঠেয় অস্ট্রেলিয়ার সিরিজ। অপরটি অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফর।

আসন্ন এই দুই সিরিজকে সামনে রেখে সোমবার সকালেই ফিটনেসে ক্যাম্পে নাম লিখিয়েছেন ২২ সদস্যের লাল-সবুজের দল।

বলে রাখা ভালো দুই সিরিজকে সামনে রেখে টাইগার প্রাথমিক দলে ২৯ জন ক্রিকেটারকে রাখা হলেও সবাই এদিন ক্যাম্পে যোগ দিতে পারেননি। এইচপি দলের হয়ে টাইগার পাঁচ ক্রিকেটার (এনামুল বিজয়, সাইফুদ্দিন, আবুল হাসান রাজু, তানবীর হায়দার ও লিটন দাস) অস্ট্রেলিয়া সফরে থাকায় এবং তামিম ইকবাল এসেক্সের হয়ে কাউন্টি খেলতে ইংল্যান্ডে অবস্থান করায় ২২ সদস্যের লাল-সবুজের দল নিয়ে ক্যাম্প শুরু করেছেন জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লা ভারায়ন। ক্যাম্পে যোগ দিতে পারেননি ইনজুরিতে থাকা পেসার রুবেল হোসেন। ছবি: সংগৃহীতদিনের শুরুতেই ট্রেনারের কাছে টাইগাররা জাতীয় ক্রিকেট একাডেমির জিমে দিয়েছেন মুভমেন্ট কম্পিটেন্সি টেস্ট। এরপর বিপ ও স্ক্রিন টেস্টের জন্য চলে যান ইনডোরে।

আজ মূলত ২২ ক্রিকেটারের লেভেল ওয়ান স্ট্রেংথ টেস্ট ছিল। এই টেস্টের প্রতিবেদন মূল্যায়ন শেষে এখান থেকে যাদের কোচ উত্তীর্ণ বলে বিবেচনা করবেন তাদের নিয়ে দ্বিতীয় মেয়াদে অনুষ্ঠিত হবে লেভেল টু স্ট্রেংথ টেস্ট।  

এভাবে আগামী তিন সপ্তাহ ফিটনেস ট্রেনিংয়ের মধ্য দিয়ে যাবেন মাশরাফি, সাকিব, মুশফিকরা।

এর আগে টাইগাররা সব শেষে ফিটনেস ক্যাম্পে অংশ নিয়েছিলেন ২০১৬ সালের সেপ্টেম্বরে দেশের মাটিতে আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজের আগে। ফলে প্রায় ১০ মাস পরে শিষ্যদের ফিটনেস নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন কোচ ভিল্লা ভারায়ন। আর মোটামুটি দীর্ঘ একটি সময় পরে শিষ্যদের ক্যাম্পে পাওয়ায় তার জন্য সুযোগ হয়েছে তাদের ফিটনেসের অবস্থা খুব কাছে থেকে দেখার। .ভিল্লা ভারায়ন জানান, ‘আমরা গত আটমাস ধরে শুধুই সিরিজ খেলেছি। এর মাঝে কোনো ফিটনেস ট্রেনিং ক্যাম্প হয়নি। লম্বা একটি সময় পরে ফিটনেস ট্রেনিং শুরু করলাম। অতএব এটা আমার জন্য একটি বড় সুযোগ যে তারা ফিটনেসের দিক থেকে আসলেই কোথায় আছে সেটা খুব কাছে থেকে দেখার। আমার কাজ হবে আগামী ৩-৬ সপ্তাহ তাদের দূর্বলতার জায়গা খুঁজে বের সেই অনুযায়ী কাজ করা। ’

সোমবার (১০ জুলাই) থেকে শুরু হওয়া টাইগারদের এই ফিটনেস ক্যাম্প চলবে আগামী তিন সপ্তাহ। এরপর থেকে শুরু হবে তাদের স্কিল বা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং ট্রেনিং।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ১০ জুলাই ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।