ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

গেইলকে দলে ভেড়ালো রংপুর রাইডার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৩৫, জুলাই ১১, ২০১৭
গেইলকে দলে ভেড়ালো রংপুর রাইডার্স গতবার ছিলেন চিটাগং ভাইকিংসে, বিপিএলের এবারের আসরে রংপুর রাইডার্সের জার্সিতে মাঠ মাতাবেন ক্রিস গেইল/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজির অধিকাংশ শেয়ার কিনে নেওয়ার সময় বিপিএলের এবারের আসরে বড় চমকের আভাস দিয়েছিল বসুন্ধরা গ্রুপ। শিরোপায় চোখ রেখে সেই লক্ষ্যেই হাঁটছে তারা। টি-টোয়েন্টির মেগাস্টার ক্রিস গেইলকে দলে ভিড়িয়েছে রংপুর।

আগামী ৪ নভেম্বর বিপিএলের পঞ্চম আসরের পর্দা ‍উঠবে। আটটি দল এখন দল গোছানোর কাজে ব্যস্ত সময় পার করছে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস।

জানা যায়, রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক গেইলের সঙ্গে চুক্তি সইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। বছরের পর বছর বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগগুলোতে খেলে বেড়াচ্ছেন গেইল। তাকে টি-টোয়েন্টির ফেরিওয়ালা বললেও ভুল হবে না!

অবশ্য বিদেশি টি-২০ লিগের ব্যস্ত সূচির কারণে পুরো আসরে ৩৭ বছর বয়সী গেইলের সার্ভিস পাবে না রংপুর। কোয়ালিফাইং রাউন্ডে উঠতে পারলে নতুন টিমের জার্সিতে মাঠ মাতাবেন ‘ক্যারিবীয় ব্যাটিং দানব’। প্রসঙ্গত, বিপিএলের গত আসরে চিটাগং ভাইকিংসের হয়ে খেলেছিলেন তিনি। তার আগের মৌসুমে ছিলেন বরিশাল বুলসে।

এক সাক্ষাৎকারে ইশতিয়াক সাদেক বলেন, ‘আমরা বিপিএলের পঞ্চম আসরের জন্য গেইলের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছি। কিন্তু তাকে পুরো টুর্নামেন্টে পাওয়াটা কঠিন। যদি আমরা কোয়ালিফায়ার নিশ্চিত করতে পারি তবে তাকে দুই থেকে চারটি ম্যাচে তাকে দেখা যাবে। ’

ইতোমধ্যেই চার বিদেশি স্যামুয়েল বদ্রি, জনসন চার্লস, থিসারা পেরেরা ও রবি বোপারাকে নিশ্চিত করেছে রংপুর। হাইপ্রোফাইল কোচ হিসেবে টম মুডিকে নিয়োগ দিয়েও বড় চমক দেখিয়েছে তারা। যিনি আইপিএলে মোস্তাফিজ-ওয়ার্নারদের সানরাইজার্স হায়দ্রাবাদের দায়িত্বে রয়েছেন।

এদিকে, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে আরাফাত সানি ও রুবেল হোসেনকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রংপুর।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ১১ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।