ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সাকিব আল হাসান ও ইমরুল কায়েসকে অনেকেই মাঠে ব্যাট হাতে জুটি গড়তে দেখেছেন। কিন্তু মাঠের বাইরে? অনেকেই হয়তো দেখেননি। এবার অন্যরকম এক জুটি গড়তে যাচ্ছেন দুই তারকা।
রাজধানীর মিরপুর এক নম্বর সেকশনে এই দুই টাইগার ব্যাটসম্যান যৌথ উদ্যোগে প্রতিষ্ঠা করেছেন একটি রেস্টুরেন্ট ও কনভেশন সেন্টার।
নাম দেয়া হয়েছে ‘সাকিবস ৭৫’; যেখানে মিলবে দেশি, চাইনিজ, থাই ও ইন্ডিয়ান খাবার।
আর কনভেশন সেন্টারে যে কেউই পালন করতে পারবেন বিয়ে, জন্মদিন ও গেট টুগেদার অনুষ্ঠান। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে সেই ‘সাকিবস ৭৫’ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে অধিনায়ক মাশরাফি মর্তুজা, টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, নাসির হোসেন, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, আল আমিন, নুরুল হাসান সোহানসহ আরও অনেকে।
ব্যক্তিগত কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি অন্যতম কর্ণধার সাকিব আল হাসান। তবে সাকিব উপস্থিত না থাকলেও মাঠের সতীর্থদের নিয়ে কেক কেটে বেশ আনন্দঘন পরিবেশে নিজ প্রতিষ্ঠানের উদ্বোধনে যোগ দেন আরেক কর্ণধার ইমরুল কায়েস।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ১১ জুলাই ২০১৭
এইচএল/এমআরপি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।