ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কার নতুন অধিনায়ক চান্দিমাল ও থারাঙ্গা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
শ্রীলঙ্কার নতুন অধিনায়ক চান্দিমাল ও থারাঙ্গা উপুল থারাঙ্গা ও দিনেশ চান্দিমাল/ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর তিন ফরমেটে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো অ্যাঞ্জেলো ম্যাথিউসের উত্তরসূরি ঠিক করেছে শ্রীলঙ্কা। টেস্টে লঙ্কানদের নতুন অধিনায়ক দিনেশ চান্দিমাল। আর সীমিত ওভারের ক্রিকেটে দলকে নেতৃত্ব দেবেন উপুল থারাঙ্গা।

এর আগে থারাঙ্গা ও চান্দিমাল দু’জনই অধিনায়কত্বের স্বাদ পেয়েছেন। এবার পাকাপাকিভাবে দায়িত্ব উঠলো কাঁধে।

টি-টোয়েন্টিতে ম্যাথিউসের ডেপুটি ছিলেন চান্দিমাল এবং সংক্ষিপ্ত ফরমেটে অধিনায়কত্বের অভিজ্ঞতাও রয়েছে তার। অন্যদিকে, ম্যাথিউস ইনজুরির কারণে অনুপস্থিত থাকলে ওয়ানডে দলকে নেতৃত্ব দিতেন থারাঙ্গা।  শ্রীলঙ্কার অধিনায়কত্ব ছেড়ে দিলেন ম্যাথিউস

ইতোমধ্যেই চান্দিমালকে অধিনায়ক করে একমাত্র টেস্টের (১৪ জুলাই শুরু) স্কোয়াড ঘোষণা করা হয়েছে। বাদ পড়েছেন অলরাউন্ডার ধনাঞ্জয়া ডি সিলভা। ইনজুরির কারণে নেই কুশল পেরেরা ও পেসার নুয়াদ প্রদীপ। দলে ফিরেছেন দুই পেসার বিশ্ব ফার্নান্দো ও দুশমান্থা চামিরা।

শ্রীলঙ্কা টেস্ট স্কোয়াড: দিনেশ চান্দিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, নিরোশান ডিকভেলা, দিমুথ করুণারত্নে, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, আসিলা গুনারত্নে, রঙ্গনা হেরাথ, দিলরুয়ান পেরেরা, লক্ষণ সন্দাকান, বিশ্ব ফার্নান্দো, দুশমান্থা চামিরা, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ১২ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।