ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘টিম ম্যানেজমেন্ট হয়তো আমাকে নিয়ে ভিন্নকিছু ভাবে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
‘টিম ম্যানেজমেন্ট হয়তো আমাকে নিয়ে ভিন্নকিছু ভাবে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ইমরুল কায়েস নিয়মিত ব্যাটসম্যান হলেও ওয়ানডে ফরমেটে তিনি এখন কিছুটা অনিয়মিত হয়ে পড়েছেন। রঙিন পোশাকে ক্যারিয়ারের শুরুটা ওপেনিং দিয়ে করা এই ব্যাটসম্যান তার সেই জায়গাটিও ধরে রাখতে পারেননি।

ওয়ানডেতে বাংলাদেশ দলের বর্তমান যে টিম কম্বিনেশনে তাতে তামিম ইকবালের সাথে তাকে মাঝে মাঝে ওপেনিংয়ে দেখা গেলেও সৌম্য সরকার সেই জায়গা অনেকটাই স্থায়ী করে নিয়েছেন।

সঙ্গত কারণেই ইমরুলকে তিন নম্বরে ব্যাটিংয়ে দেখা যায়।

তাও আবার পাকাপোক্ত নয়। কেননা তিন নম্বরে এখন প্রায়শই ব্যাট হাতে আসেন সাব্বির রহমান। আর এই পুরো ব্যাপারগুলোকেই ইমরুল টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত হিসেবে মানছেন। ইমরুলের ধারণা বাংলাদেশ ক্রিকেটের টিম ম্যানেজমেন্ট চাইছে না বলেই তিনি দলে নিয়মিত হতে পারছেন না।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া লাউঞ্জে ইমরুল জানান, ‘দেখুন আমি আমার কাজটা করার চেষ্টা করি। যখনই সুযোগ পাই আপনারা দেখেছেন পারফর্ম করার চেষ্টা করেছি। কিন্তু ম্যানেজমেন্ট হয়তো আমাকে নিয়ে ভিন্নকিছু ভাবে। যার জন্য নিয়মিত হতে পারিনি। কিন্তু আমি আমার চেষ্টা করে যাচ্ছি। যতদিন পারি খেলবো। ’

এদিকে দলে নিজের নিয়মিত না হওয়ার পেছনে ইমরুল আরেকটি বিষয়কে প্রাধান্য দিচ্ছেন। সেটি হলো, টিম কম্বিনেশন। বাংলাদেশ ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে বর্তমান যে কম্বিনেশন আছে, সেই কম্বিনেশনের জন্যই তার দলে থাকাটা অনিয়মিত হয়ে গেছে বলেও বিশ্বাস করেন এই টাইগার টেস্ট ওপেনার, ‘আমার জায়গায় একটা ব্যাটসম্যানকে খেলিয়ে যদি তার কাছ থেকে বোলিং সাপোর্টও পাওয়া যায় সেজন্যই হয়তো আমাকে রাখা হচ্ছে না। এটা হতে পারে কম্বিনেশনের কারণে। ’   

সাদা পোশাকে ইমরুল জাতীয় দলের হয়ে ২৮টি ম্যাচ খেলে, ৩টি সেঞ্চুরি ও ৪টি হাফ সেঞ্চুরিসমেত করেছেন ১৪৬৬ রান। টেস্টে তার ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস ১৫০ রান, যা তিনি সংগ্রহ করেছিলেন ২০১৫ সালে খুলনায়, পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে। ওয়ানডেতে ৬৭ ম্যাচ থেকে সংগ্রহ করেছেন ১৮৯৮ রান।  এই ফরমেটে তার সেঞ্চুরির সংখ্যা ২টি আর হাফ সেঞ্চুরি ১৩টি। ওয়ানডেতে ইমরুলে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ১১২ রান, যা তিনি সংগ্রহ করেছিলেন গত বছর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে, তিন ম্যাচ সিরিজের ওয়ানডের প্রথমটিতে। আর টি-টোয়েন্টিতে ১২ ম্যাচে করেছেন ১০৩ রান। এই ফরমেটে তার সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ৩৬ রান।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ১৩ জুলাই ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।