আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন ছিল রাজস্থান রয়্যালস। ওই একবারই চ্যাম্পিয়ন হয়েছিল বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির মালিকানাধীন দলটি।
ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে ২০১৫ সালে দুই বছরের জন্য আইপিএলে নিষিদ্ধ ছিল রাজস্থান ও চেন্নাই। দুই দলেরই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে, প্রচারণাও শুরু করে দিয়েছে দুই দল।
চেন্নাই ফ্র্যাঞ্চাইজির অন্যতম পরিচালক কে জর্জ জন জানিয়েছেন, ‘এটা আমাদের জন্য নতুন শুরু। শুক্রবার (১৪ জুলাই) থেকে আমরা সামাজিক মাধ্যমে দুটি কর্মসূচি চালু করছি এই প্রত্যাবর্তনকে সামনে রেখে। যদি কোনো খেলোয়াড়কে আমরা সবার আগে ফিরিয়ে আনি, নিশ্চয়ই সেই খেলোয়াড় হবে ধোনি। শুধু ধোনি নয়, স্টিফেন ফ্লেমিংসহ পুরো কোচিং দলকে ফিরিয়ে আনার ইচ্ছা আছে চেন্নাইয়ের। ’
দুই বছর আগে দুই ফ্র্যাঞ্চাইজি নিষিদ্ধ হওয়ায় নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি রাইজিং পুনে সুপার জায়ান্টস ও গুজরাট লায়ন্সকে অন্তর্ভূক্ত করা হয়। চেন্নাই ও রাজস্থান ফেরায় পরের আসরে আর দেখা যাবে না পুনে ও গুজরাটকে।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ১৪ জুলাই ২০১৭
এমআরপি