ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাড়ে ৭ কোটিতে সন্তুষ্ট থাকতে হবে শাস্ত্রীকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
সাড়ে ৭ কোটিতে সন্তুষ্ট থাকতে হবে শাস্ত্রীকে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

অনেক নাটকের শেষে গত ১১ জুলাই রবি শাস্ত্রীকে ভারতের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়। দুই বছরের জন্য শাস্ত্রীকে কোহলিদের শিক্ষক হিসেবে বাছাই করে ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি (সিএসি), যার সদস্য ছিলেন শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষন।

এবার তার বেতন নির্ধারণের পালা। সেটারও জন্য আলাদা চার সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

কমিটি বিষয়টি নিয়ে ১৯ জুলাই শাস্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেই খবর।

শাস্ত্রীর বেতনের পরিমাণও কম নয়৷ ভারতের সবচেয়ে প্রভাবশালী ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, শাস্ত্রীর বার্ষিক বেতন হবে ৭ কোটি থেকে সাড়ে ৭ কোটি ভারতীয় রুপি! তার বেতনের ব্যাপারে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড (বিসিসিআই) যে কোনো কার্পণ্য করবে না সেটা সবারই জানা। ভারতীয় দলের টিম ডিরেক্টর থাকাকালেও শাস্ত্রী নাকি ৭ কোটি থেকে সাড়ে ৭ কোটি রুপিই বেতন পেতেন।

বিসিসিআইয়ের উচ্চ পদস্থ এক কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, কোচিং স্টাফে থাকলে সঞ্জয় বাঙ্গার বা ভরত অরুণকে কত দেওয়া হবে সে ব্যাপারে কিছু জানাননি ভারতীয় অন্যান্য বোর্ড কর্তারা৷ বিদেশ সফরে ব্যাটিং পরামর্শদাতা ও ইন্ডিয়া ‘এ’ দলের কোচ রাহুল দ্রাবিড় পাবেন ৫ কোটি ভারতীয় রুপি। এছাড়া বেতনের পাশাপাশি থাকছে বোনাসও৷

আরও জানা যায়, বেতনের এই অঙ্কে (৭ কোটি) শাস্ত্রী রাজি না হলে অঙ্কটা সামান্য বাড়তে পারে। তবে সেটা কোনোভাবেই সাড়ে ৭ কোটি রুপির উপরে হবে না।

চ্যাম্পিয়ন্স ট্রফির পর কুম্বলের সঙ্গে যদি বিসিসিআই চুক্তি নবায়ন করতো, তাহলে গুণতে হতো বার্ষিক ৮ কোটি রুপির বেশি। ক্রিকেটের কোনো কোচই এর আগে এতো বেতন পাননি। এমনকি আইপিএলের কোচরাও না।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ১৬ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।