আগে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকার ৬ উইকেট হারিয়ে তোলে ২১৮ রান। ২ বল আর দুই উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে ইংল্যান্ড।
প্রোটিয়াদের হয়ে ইনিংস সর্বোচ্চ ৭৬ রান করে অপরাজিত থাকেন ডু পেরেজ। ৬৬ রান করেন ওপেনার লরা। ২৭ রান আসে দলপতি ভ্যান নিকার্কের ব্যাট থেকে। ২১ রানে অপরাজিত থাকেন সুনি লাস। ২১৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডের ওপেনার ও উইকেটরক্ষক সারা টেইলর রান আউট হওয়ার আগে করেন ৫৪ রান। দলপতি নাইটের ব্যাট থেকে আসে ৩০ রান। ৩০ রান করেন উইলসন। ২৭ রানে অপরাজিত থাকেন জেনি গান। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন সারা টেইলর।
এবার নারী বিশ্বকাপের ১১তম আসর চলছে। গত ১০ আসরের ৬টিতেই শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। ৩টি শিরোপা জিতেছে ইংল্যান্ড। নিউজিল্যান্ড জিতেছে একবার।
বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, ১৯ জুলাই ২০১৭
এমআরপি