রাজশাহী সবশেষ নিজেদের ডেরায় ভিড়িয়েছে ক্যারিবীয়ান তারকা পেসার কেসরিক উইলিয়ামসকে। বিপিএলের চতুর্থ আসরেও রাজশাহীর হয়ে খেলেছিলেন উইলিয়ামস।
উইলিয়ামস আগের আসরে চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবালকে আউট করে বিপিএলে সেলফি উৎযাপনের শুরু করেন। যা পরে ব্যাপক বিনোদন যোগায়। ওয়েস্ট ইন্ডিজের সাবেক দলপতি ও দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা পাইয়ে দেওয়া অধিনায়ক ড্যারেন স্যামি এবারো থাকছেন রাজশাহীর দলে। তবে, রাজশাহী এখনও নিশ্চিত করেনি স্যামি তাদের হয়ে কোনো ম্যাচ খেলবেন কি না। কারণ, গ্লোবাল টি-টোয়েন্টিতে অংশ নিতে বিপিএলে না খেলার কথা স্যামির। তাছাড়া, আগেরবারের আইকন ক্রিকেটার সাব্বির রহমানকে পরিবর্তন করে টাইগারদের টেস্ট দলপতি মুশফিকুর রহিমকে যোগ করেছে রাজশাহী। এবার রাজশাহীর অধিনায়কের দায়িত্বে দেখা যেতে পারে মুশফিকুর রহিমকে।
এছাড়া, নিউজিল্যান্ডের অলরাউন্ডার জেমস ফ্র্যাঙ্কলিনকেও রেখে দিচ্ছে দলটি। গত আসর থেকে ফ্র্যাঙ্কলিনদের সঙ্গে এবারো থাকছেন সামিত প্যাটেল, উইন্ডিজ ব্যাটসম্যান লেন্ডল সিমন্স। পাশাপাশি দলে এসেছে লুক রাইট, ম্যালকম ওয়ালারের মতো ক্রিকেটাররা।
গত আসরে ৫ ম্যাচে ৫.৫৫ ইকোনোমিতে উইলিয়ামস নিয়েছিলেন ৮ উইকেট। সেরা বোলিং ফিগার ছিল ১১ রানে ৪ উইকেট।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ২৮ জুলাই ২০১৭
এমআরপি