ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘বাংলাদেশের প্রতিনিধিত্ব করা অনেক বড় প্রাপ্তি’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৭
‘বাংলাদেশের প্রতিনিধিত্ব করা অনেক বড় প্রাপ্তি’ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে চট্টগ্রামে অনুশীলন ক্যাম্প করছে জাতীয় দল। তবে, সিপিএলে জ্যামাইকা তালাওয়াসের হয়ে মাঠে নামতে আমেরিকার ফ্লোরিডায় সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারকে কাছে পেয়ে বোকারেটন সিটির সুগার স্যান্ড পার্কের একটি মিলনায়তনে উষ্ণ অভ্যর্থনা জানান প্রবাসীরা।

শুধু বাংলাদেশের বিপিএল আর ওয়েস্ট ইন্ডিজের সিপিএল না, সাকিব বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলে যাচ্ছেন বড় বড় টি-টোয়েন্টির মেগা আসর। পাকিস্তানের পিএসএল, ভারতের আইপিএলে নিয়মিত মুখ সাকিব।

টাইগার এই তারকা খেলেছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে।

সাকিব জানান, ‘১৬ কোটি মানুষের ভালোবাসায় বিশ্বে বাংলাদেশ ক্রিকেট বিশেষ একটি স্থান লাভে সক্ষম হয়েছে। আর আমি সেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলে যাচ্ছি। এটা আমার জন্য অনেক বড় কিছু, বড় গর্বের বিষয়। ’ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমবিভিন্ন মেগা ইভেন্টে খেলে বিশ্বের অন্য তারকাদের সাথে ড্রেসিং রুম শেয়ারের সুযোগ পাচ্ছেন সাকিব। নিজের অভিজ্ঞতা বাড়ানোর পাশাপাশি দেশের ক্রিকেটারদের সাথেও নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারছেন, ‘আমি অন্য কোনো ইভেন্টে খেলতে গেলে সেখানে তারকা ক্রিকেটারদের সাথে ড্রেসিং রুম শেয়ারের সুযোগ পাচ্ছি, তাদের কাছ থেকে কিছু শিখতে পারছি। সেটা আমার অভিজ্ঞতা আরও বাড়াচ্ছে। যা আমি দেশের ক্রিকেটারদের মাঝে ছড়িয়ে দিতে পারছি। আমরা এক সাথে অনেক ম্যাচই খেলি, তাতে অভিজ্ঞতা বাড়ে। কিন্তু, অভিজ্ঞতা বাড়ানোর কোনো শেষ নেই। অন্যদের সাথে ব্যাপারগুলো শেয়ার করলে সেটা ক্রিকেটের জন্যই ভালো। ’

সাকিব আরও জানান, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, অভিজ্ঞতা অর্জনের শেষ নেই, যা আমি বিভিন্ন ইভেন্ট থেকে পাচ্ছি। এ কারণেই হয়তো আমার খেলায় আরও উন্নতি হচ্ছে। বিশ্ব ক্রিকেটে আপনি যতটাই খেলবেন ততটাই শিখতে পারবেন। আর একটা জিনিস না বললেই নয়, বাংলাদেশের প্রতিনিধি হয়ে বিশ্ব ইভেন্টে খেলা সত্যিই আমার জন্য অনেক বড় প্রাপ্তি। ’

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ০৫ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।