ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিশ্ছিদ্র নিরাপত্তায় টিম হোটেলে অজিরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
নিশ্ছিদ্র নিরাপত্তায় টিম হোটেলে অজিরা নিশ্ছিদ্র নিরাপত্তায় টিম হোটেলে অজিরা/ ছবি: শোয়েব মিথুন

ঢাকা: স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে খেলতে ঢাকায় পৌঁছেছে টিম অস্ট্রেলিয়া। শুক্রবার (১৮ আগস্ট) রাত ১০টা ৩৭ মিনিটে এসকিউ ৪৪৬ ফ্লাইটযোগে শাহজালাল বিমানবন্দরে পা রাখেন অজি ক্রিকেটাররা।

বিমানবন্দরে তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিন স্তরের নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে টিম হোটেলে যায় সফরকারী অস্ট্রেলিয়া।

অজি ক্রিকেট দলের নিরাপত্তা বহের ছিলেন পুলিশি, র‌্যাব, ফায়ার সার্ভিস ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা। জরুরি ব্যাকআপ হিসেবে রাখা হয়েছিল অ্যাম্বুলেন্সও।
নিশ্ছিদ্র নিরাপত্তায় টিম হোটেলে অজিরা/ ছবি: শোয়েব মিথুনবিমানবন্দর থেকে টিম বাস হোটেলে পৌঁছানো পর্যন্ত সৈনিক ক্লাব থেকে বিমানবন্দর পর্যন্ত জনচলাচল বন্ধ করে দেওয়া হয়। টিম বাসের আগে ও পেছনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি হোটেল পর্যন্ত রাস্তার দু’পাশ, ফুটওভার ব্রিজ ও উঁচু ভবনের ছাদে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া পাহারায় ছিলেন।

নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়িয়ে দিয়ে রাত ১১টা ৩৮ মিনিটে টিম হোটেলে প্রবেশ করে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল।

দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে আসা সফরকারী অস্ট্রেলিয়া আগামী ২২ ও ২৩ আগস্ট দুই দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে সফরসূচি শুরু করবে। ২৭-৩১ আগস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে সিরিজের প্রথম টেস্টে।

আর ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, ১৯ আগস্ট ২০১৭
এইচএল/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।