তবে তথ্যে একটু এদিক-ওদিক আছে। শুধুমাত্র খেলা চলাকালীন ড্রেসিং রুমে বিস্কুট খেতে পারবেন না দেশের তারকারা।
এ প্রসঙ্গে টিম ম্যানেজার আসানকা গুরুসিনহা বলেন, ‘আমাদের ফিজিও ও ট্রেনার ড্রেসিং রুমে বিস্কুট নিষিদ্ধ করেছেন। ’
সেই চ্যাম্পিয়নস ট্রফির পর থেকেই শ্রীলঙ্কান দলের খেলোয়াড়দের ফিটনেস নিয়ে সমালোচনা হচ্ছে। যেখানে পরবর্তীতে তারা ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ৩-২ ব্যবধানে হেরেছে। এরপর ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। প্রথম ওয়ানডেতেও নাকানি-চুবানি খেয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ২২ আগস্ট, ২০১৭
এমএমএস