অবশেষে সেই সুনিল যোশিই নিয়োগ পেয়েছেন। তবে টাইগারদের স্পিন কোচ না হতে পারায় ম্যাকগিলের রয়েছে হতাশা।
স্টুয়ার্ট ম্যাকগিল না আশায় টুইটারে হতাশা ব্যক্ত করেছেন ওমর নিজাম নামের এক ক্রিকেট ভক্ত। তাকে দেওয়া জবাবে ম্যাকগিল জানিয়েছেন তিনিও হতাশ। আশা করেন আবারো মিলবে বাংলাদেশের স্পিনারদের সাথে কাজ করার সুযোগ।
ম্যাকগিল লিখেন, ‘আমিও খুব হতাশ। তোমার মেসেজের জন্য ধন্যবাদ। আশা করি নিকট ভবিষ্যতে বাংলাদেশে কাজ করার সুযোগ মিলবে। ’
অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে ৪৪ টি টেস্ট ম্যাচ খেলেছেন স্টুয়ার্ট ম্যাকগিল, নিয়েছেন ২০৮ টি উইকেট। তবে একই সময়ে শেন ওয়ার্ন থাকায় দলে সুযোগ পেতে লড়াই করতে হয়েছে এই ক্রিকেটারকে। ক্যারিয়ারে পাঁচ উইকেটে পেয়েছেন ১২ বার। সেরা বোলিং ফিগার ১০৮ রানে ৮ উইকেট।
ইতিমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছেন ভারতের সুনিল যোশি। আপাতত অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে সাকিব-মিরাজদের নিয়ে কাজ করবেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ২৩ আগস্ট, ২০১৭
এমএমএস