ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের কোচ না হতে পেরে ম্যাকগিলের হতাশা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
টাইগারদের কোচ না হতে পেরে ম্যাকগিলের হতাশা স্টুয়ার্ট ম্যাকগিল-ছবি:সংগৃহীত

শ্রীলঙ্কান স্পিন কোচ রুয়ান কালপাগেকে বরখাস্ত করার পর একজন স্পিন কোচ খুঁজছিল বিসিবি। পরে ভারতের সাবেক স্পিনার সুনিল যোশির সাঙ্গে যোগাযোগ করেছিলো। কিন্তু তখন কোনো কিছুই চূড়ান্ত হয়নি। এরপর বিসিবি যোগাযোগ করেছিল অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলের সঙ্গেও। কিন্তু তার আসা হয়নি।

অবশেষে সেই সুনিল যোশিই নিয়োগ পেয়েছেন। তবে টাইগারদের স্পিন কোচ না হতে পারায় ম্যাকগিলের রয়েছে হতাশা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছিলেন ব্যক্তিগত কারণে বাংলাদেশে আসছেন না ম্যাকগিল।

স্টুয়ার্ট ম্যাকগিল না আশায় টুইটারে হতাশা ব্যক্ত করেছেন ওমর নিজাম নামের এক ক্রিকেট ভক্ত। তাকে দেওয়া জবাবে ম্যাকগিল জানিয়েছেন তিনিও হতাশ। আশা করেন আবারো মিলবে বাংলাদেশের স্পিনারদের সাথে কাজ করার সুযোগ।

ম্যাকগিল লিখেন, ‘আমিও খুব হতাশ। তোমার মেসেজের জন্য ধন্যবাদ। আশা করি নিকট ভবিষ্যতে বাংলাদেশে কাজ করার সুযোগ মিলবে। ’

অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে ৪৪ টি টেস্ট ম্যাচ খেলেছেন স্টুয়ার্ট ম্যাকগিল, নিয়েছেন ২০৮ টি উইকেট। তবে একই সময়ে শেন ওয়ার্ন থাকায় দলে সুযোগ পেতে লড়াই করতে হয়েছে এই ক্রিকেটারকে। ক্যারিয়ারে পাঁচ উইকেটে পেয়েছেন ১২ বার। সেরা বোলিং ফিগার ১০৮ রানে ৮ উইকেট।

ইতিমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছেন ভারতের সুনিল যোশি। আপাতত অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে সাকিব-মিরাজদের নিয়ে কাজ করবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ২৩ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।