ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেষ মুহূর্তের প্রস্তুতিতে ঘাম ঝড়াচ্ছে টাইগার-অজিরা

স্পেশাল করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
শেষ মুহূর্তের প্রস্তুতিতে ঘাম ঝড়াচ্ছে টাইগার-অজিরা ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কিছুক্ষণ পরেই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। আর এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে সাদা পোষাকে দু’দলের মধ্যকার প্রায় এক যুগের অপেক্ষার। তার আগে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যাস্ত দু’দল।

রোববার (২৬ আগস্ট) সকাল আটটায় নিরাপত্তার নিশ্ছিদ্র চাদরে মুড়ি দিয়ে মাঠে প্রবেশ করে মুশফিকুর রহিম ও স্টিভেন স্মিথের দল। মাঠে প্রবেশের পরপরই শুরু হয়ে যায় দু’দলের রানিং ও গা গরমের অন্যান্য সকল কসরত।

গা গরম শেষে সেন্টার উইকেটের পাশেই বোলিং অনুশীলন করেছে দু’দলের স্পিনাররা। অজি স্পিনার অ্যাস্টন অ্যাগার স্পিন অনুশীলন করেছেন আট নম্বর উইকেটে এবং টাইগার স্পিনার তাইজুল ইসলাম সেরেছেন এক নম্বরে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মাঠে চলছে অজিদের ক্যাচ ও ফিল্ডিং অনুশীলন। তার মাঝে ম্যাচের উইকেট থেকে দেয়া হচ্ছে পিট রিপোর্ট।  

বলে রাখা ভালো টাইগার ও অজিদের মধ্যকার টেস্ট সিরিজটি গড়াচ্ছে শেরে বাংলার চার নম্বর উইকেটে। পিচের চেহারাই বলে দিচ্ছে কতটা স্পিন বান্ধব হয়ে উঠবে শেরে বাংলার এই উইকেট।  একেবারে সাদাটে। কোন ঘাস নেই।

এদিকে গত রাতে তুমুল বৃষ্টি হলেও নির্ধারিত সময়ে ম্যাচ গড়ানো নিয়ে কোন শঙ্কা নেই। সকালেই মাঠ শুকানো হয়েছে। তাই আউটফিন্ডে কোন স্যাতস্যাতে ভাব নেই। ম্যাচের জন্য পুরোপুরিই প্রস্তুত।

বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।