ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৫০তম টেস্টে পা দিলেন সাকিব-তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
৫০তম টেস্টে পা দিলেন সাকিব-তামিম ৫০তম টেস্টে পা দিলেন সাকিব-তামিম-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশ ক্রিকেটে যাদের রত্ন হিসেবে ভাবা হয়, তাদের মধ্যে অন্যতম সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দু’জনের পরিচয় আলাদা করে বললে, তারা বর্তমানে টাইহগারদের সেরা পারফরমার। ইতোমধ্যে তাদের কিংবদন্তির সম্মানও দেওয়া হয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুরে প্রথম টেস্টে দু’জনই এক সঙ্গে ৫০ টেস্টের মাইলফলকে পা দিলেন।

পারফরর্মের পাশাপাশি সাকিব ও তামিম দু’জনে বেশ ভালো বন্ধুও। তাই হয়তো অভিষেক কিছুটা আগে পরে হলেও, মাইলফলক টেস্টে একসঙ্গেই যাত্রা করলেন।

সাকিব-তামিমের আগে এই স্বাদ পেয়েছিলেন হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল ও বর্তমান অধিনায়ক মুশফিকুর রহিম।

তামিম থেকে দুই বছরের বড় ৩০ বছর বয়সী সাকিবের ২০০৭ সালে চট্টগ্রামে ভারতের বিপক্ষে অভিষেক হয়েছিলো। সেই থেকে সাতটি টেস্টে বিভিন্ন কারণে খেলতে পারেননি। তবে ছিলেন বাংলাদেশের শততম টেস্টে জয়ের উৎসবে।

তামিম থেকে সাকিব পারফরম্যান্সে অবশ্য কিছুটা এগিয়েই থাকবেন। কেননা তিনি অলরাউন্ডার। এখন পর্যন্ত ৪৯ টেস্টে ৪০ এর বেশি গড় নিয়ে ৫টি সেঞ্চুরি সহ প্রায় সাড়ে তিন হাজার রান করেছেন। তবে ১৭৬টি উইকেট নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। আর এক ইনিংসে ৩৬ রানে সাত উইকেট সেও টাইগারদের হয়ে রেকর্ড।

ব্যাটিংয়ে বাংলাদেশের প্রায় সবকটি রেকর্ডের মালিক তামিমের ২০০৮ সালে ডুনেডিনে নিউজিল্যান্ডের অভিষেক হয়েছিলো। ৩৯.৫৩ গড়ে রেকর্ড আটটি সেঞ্চুরি সহ করেছেন ৩ হাজার ৬৭৭ রান।  

এ দুই তারকার ক্যারিয়ারে অবশ্য বেশ কয়েকবার উত্থান-পতন হয়েছে। কিন্তু প্রতিবারই ঘাত সামলে আবার সামনের দিকে এগিয়েছেন। আর বর্তমানে হয়ে উঠেছেন সেরাদের সেরা। পাশাপাশি অজিদের বিপক্ষে এই টেস্ট জিততে পারলে নিজেদের আরও বেশি রাঙিয়ে নিতে পারবেন।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ২৭ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।