ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রথম দিনটি সাকিবময়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
প্রথম দিনটি সাকিবময় ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: ব্যাট হাতে ৮৪ রানের দায়িত্বশীল ইনিংসের পর পড়ন্ত বিকেলে দিনের শেষ ওভারের আগের ওভারে নাইটওয়াচম্যান নাথান লায়নকে ০ রানে এলবির ফাঁদে ফেলে হাত তালি দিতে দিতে সাকিব যখন নিজের উইকেটের উদযাপন করছিলেন তখন মনে হচ্ছিল দিনটি তারই। তা নয়তো কি?

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে নিজেদের প্রথম ইনিংসে যখন টপঅর্ডাররা অজিদের পেস বোলিং বিষে নীল হয়ে প্যাভিলনে ফিরেছেন, তখন সেই দলকেই লড়াইয়ে টিকিয়ে রেখেছেন সাকিব। আর সঙ্গী হিসেবে পেয়েছিলেন, ফর্মের তুঙ্গে থাকা ওপেনার তামিমকে।

তামিমও খেলেছেন ৭১ রানের আরেক দায়িত্বশীল ইনিংস। ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমঅবশ্য শেষ পর্যন্ত এই দু’জনের কেউই উইকেটে থাকতে পারেননি। তামিম ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েলের বলে ডেভিড ওয়ার্নারের তালুবন্দি হয়ে। আর সাকিবকে ফিরিয়েছেন নাথান লায়ন। আর তাদের ব্যাটে ভর করেই প্রথম ইনিংসে ২৬০ রানের সংগ্রহ পেয়েছে স্বাগতিক শিবির। বাদ বাকি সবার অবস্থাই তথৈবচ।

তবে দুই বছর পর দলে ফেরা নাসির হুঙ্কারটা ভালোই দিয়েছিলেন। দিনের তৃতীয় সেশনে অজি স্পিন ঘূর্ণিতে যখন উইকেটে থাকাই দায় তখন তিনি ৬১টি বল মোকাবেলা করে খেলেছেন ২৩ রানের আশা জাগানিয়া এক ইনিংস, যেখানে তিনটিই ছিল চারের মার।  

৭৫তম ওভারে অ্যাস্টন অ্যাগারের তৃতীয় বলে তিনি এলবিডব্লিউ না হলে, হয়তো স্বাগতিকদের আরও বড় সংগ্রহ পাওয়া কঠিন হত না।  
.যা হয়নি তা বলে আর কী লাভ? যা হোক টাইগারদের ২৬০ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামা অজিরাও দিনটি ভালোভাবে শেষ করতে পারেনি। দলীয় ৯ ও ব্যক্তিগত ৮ রানে, মিরাজের বলে এলবি হওয়া ওয়ার্নারের পর উসমান খাজা ১ রানের মাথায় রান আউট হন। তখনই অনেকটাই ব্যাকফুটে চলে যায় স্টিভেন স্মিথ ও তার দল।

এরপর সাকিব ঘূর্ণিতে শূন্য হাতে লায়ন পরাস্ত হলে বিবর্ণ হয়েই দিন শেষ করতে হয় সফরকারীদের। প্রথম ইনিংসে ২৪২ রানে এগিয়ে স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ২৭ আগস্ট ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।