ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৩০০ রানেই জয় দেখছেন মিরাজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
৩০০ রানেই জয় দেখছেন মিরাজ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: ঢাকা টেস্টের প্রথম ইনিংসে টাইগারদের দেয়া ২৬০ রানের লক্ষ্য ছুঁতেই ব্যর্থ হয়েছে সফরকারী অজিরা। স্বাগতিকদের ২৬০ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে সাকিব-মিরাজ ঘূর্ণিতে অলআউট হয়ে গেছে ২১৭ রানে। সেই সুযোগে দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে ৮৮ রানের লিড নিয়ে স্মিথদের দুঃস্বপ্নের কারণ হয়েছে দাঁড়িয়েছে মুশফিক ও তার দল।

নিঃসন্দেহে বিষয়টি স্বাগতিক দলের জন্য আরেকটি মাইলফলক ছোঁয়ার পথ সুগম করেছে। গত বছর ইংল্যান্ডকে হারানোর মধ্য দিয়ে যার শুরুটা করেতে পেরেছিল বাংলাদেশ।

সেই মাইলফলক ছুঁতে হলে খুব বেশি কিছু না, তৃতীয় দিনের শুরু থেকে ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেললেই হবে বলে প্রত্যাশা করছেন টাইগারদের স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

সোমবার (২৮ আগস্ট) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অজিবধে করণীয় নিয়ে মিরাজ বলেন, ‘জয়ের জন্য যে উইকেটে খেলছি আমরা তাতে মনে হয় যে আমরা যত রানই করি ওটাই আমাদের জন্য ফাইটিং স্কোর। দেখেন আমরা ২৬০ রান করেছি, ওটার মধ্যেই ওদের আটকে দিয়েছি। আমার কাছে মনে হয় আমাদের ব্যাটসম্যানরা আগামীকাল ভালো ব্যাট করতে পারবে। আমার কাছে মনে আমরা যে রানই করবো ওটা নিয়ে লড়ব। এই উইকেটে আমরা যদি ৩০০ প্লাস রান করতে পারি, তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। ’ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কমবাংলাদেশের বোলিং ইনিংসে অস্ট্রেলিয়া ধ্বংসের শুরুটা করেছিলেন মিরাজ। তার ঘূর্ণিপাকে দোলাচলে পথ হারিয়েছেন অধিনায়ক স্টিভেন স্মিথ, সহকারি ডেভিড ওয়ার্নার ও ম্যাথিউ ওয়েডের মতো পিরামিডসম ব্যাটসম্যানরা। যা দিনশেষে দলটিকে বড় সংগ্রহ থেকে বঞ্চিত করেছে।

মিরাজ আরও যোগ করেন, ‘অবশ্যই ভালো লেগেছে। বিশ্বের সেরা কয়েকজন ব্যাটসম্যানের মধ্যে তাদেরকে ধরা হয়। তাদের উইকেট পেয়েছি। আর সবচেয়ে বড় কথা যেটা, ভালো জায়গায় বল করতে হবে। মাত্র একটা ইনিংস শেষ হয়েছে। আরও ভালো জয়গায় বল করতে হবে। আমার লক্ষ্য থাকবে, ভালো জায়গায় বোলিং করার জন্য। তাহলে আরও উইকেট পাওয়া যাবে। ’

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।