ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিব নাচছেন, নাচাচ্ছেনও

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
সাকিব নাচছেন, নাচাচ্ছেনও সাকিব নাচছেন, নাচাচ্ছেনও-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: কী অসাধারণ টাইগারদের এই বিশ্বসেরা অলরাউন্ডার! মিরপুর টেস্টের প্রথ ইনিংসে পাঁচ উইকেটের পর, দ্বিতীয় ইনিংসেও অব্যাহত আছে তার সেই বোলিং বিষ! আর সেই বিষে নীল হয়েই প্রথমবারের মতো বাংলাদেশের কাছে লজ্জার হরের প্রহর গুনছে স্টিভ স্মিথ ও তার দল।

সাকিব নাচছেন, নাচাচ্ছেনও-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমতার প্রতিটি উইকেটই টাইগারদের আরেকটি ইতিহাস রচনার বারতা এনে দিচ্ছে। সকিব ঘূর্ণিতে একে একে ক্রিজ ছাড়া হচ্ছেন সফরকারী ব্যাটসম্যানেরা আর উল্লাসের মাতম উঠছে স্বাগতিক গ্যালারিতে।

সাকিবের বিস্ফোরক বডি ল্যাংগুয়েজটাই যেন সকাল থেকেই ক্রিকেট পাগল এই জাতিকে দোলা দিয়ে যাচ্ছে। সেই দোলায় দুলছেন তিনি নিজেও। একটি একটি উইকেটের পতন ঘটেয়েই বোলিং মার্ক থেকে নাচতে নাচতে ছুটে আসছেন সতীর্থদের সাথে উদযাপন করতে। সাকিবের এই নাচ যে বিজয়ে নাচ। যা ১৬ কোটির ক্ষুদ্র ব-দ্বীপের ক্রিকেট পাগল জাতির অবচেতন মনেও নাচন ধরাচ্ছে।

সাকিব নাচছেন, নাচাচ্ছেনও-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমশুরুটা অবশ্য করেছেন তৃতীয় তিনের শেষ বিকেলে। অজি টপঅর্ডার ওসমান খাজাকে ব্যক্তিগত ১ রানে তাইজুলের হাতে তুলে দিয়ে কাঁপন ধরিয়েছিলেন স্মিথদের। এরপর শুরু করেছেন চতুর্থ দিনে। আগের দিন ৭৫ রানে অপরাজিত অজি সহ অধিনায়ককে নিজের শিকারে পরিণত করেন দিনের শুরুতেই। এলবির ফাঁদে ফেলে ফিরিয়ে দেন ব্যক্তিগত ১১২ রানে।

এরপর ৩৭ রানে অধিনায়ক স্মিথকে মুশফিকের গ্লাভসে পুড়ে দিয়ে ভেঙে দেন দলটির ব্যটিং স্তম্ভ। নিজের চতুর্থ শিকার বানান উইকেটরক্ষক ম্যাথিউ ওয়েডকে (৪)। আর পঞ্চম শিকারে পরিণত হন, গ্লেন ম্যাক্সওয়েল। ব্যক্তিগত ১৪ রানে ফেরেন বোল্ড আউট হয়ে।

সাকিব নাচছেন, নাচাচ্ছেনও-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমআর তার বদৌলতেই টেস্ট ক্যারিয়ারে ১৭ বার ৫উইকেটের অনন্য মাইফলফকটিও স্পর্শ করেন এই লাল-সবুজের বিশ্বসেরা অলরাউন্ডার।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।