শুক্রবার (০১ সেপ্টেম্বর) রাতে ঢাকা থেকে এসেছেন ১৪ সদস্য দলের ৬জন। তারা হলেন- মুমিনুল হক, নাসির হোসেন, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোস্তাফিজ ও লিটন দাস।
ঢাকা থেকে ঈদুল আজহা উদযাপন শেষে আজ রাতে আসছেন টাইগারদের বাকি ৮ সদস্যের দল। তাই ছয় সদস্যের দল নিয়েই ৩ ঘণ্টার অনুশীলন সারলেন হেড কোচ হাথুরু সিংহ, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, ট্রেনার মারিও ভিল্লা ভারায়ন ও ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসেল।
এদিন ছিল ঐচ্ছিক অনুশীলন। কিন্তু মুমিনুল নাসিরদের দেখে কিন্তু তা মনে হয়নি। কী করেননি মাঠে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং, সব অনুশীলনেই দারুণ সিরিয়াস ছিলেন। ব্যাটসম্যানরা ব্যাটিং যেমন করেছেন তেমনি করেছেন বোলিং অনুশীলনও। অনুরুপ বোলাররাও বাদ যাননি ব্যাটিং অনুশীলন থেকে। সঙ্গে রানিংতো ছিলোই।
মুমিনুল, সৌম্য, সাব্বির ব্যাটিংয়ের পাশাপাশি করেছেন বোলিং অনুশীলনও। এই যাত্রায় আসা একমাত্র আর বোলার মোস্তাফিজুর রহমান বোলিং শেষ নেটে প্রায় আধঘণ্টা কাটিয়েছেন ব্যাটিং অনুশীলনে।
লিটন দাস ব্যাটিংয়ের পাশাপাশি করেছেন উইকেটে কিপিং অনুশীলন। সব শেষে সেন্টার উইকেটের অদূরে মেশিনে টাইগারদের ফিল্ডিং অনুশীলন করিয়েছেন কোচ রিচার্ড হ্যালসেল।
বাংলাদেশের অনুশীলনের প্রায় ঘণ্টাখানেক পরে অনুশীলন শুরু করে বিকেল পাঁচটা পর্যন্ত অনুশীলন করেছে সফরকারী অস্ট্রেলিয়াও।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৭
এইচএল/বিএস