ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

খেলেই ইতিহাস রচনা করতে চান মুশফিক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৭
খেলেই ইতিহাস রচনা করতে চান মুশফিক ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম থেকে: দ্বিতীয় টেস্ট খেলতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া যেদিন চট্টগ্রামে এলো (১ সেপ্টেম্বন) সেদিনই বোঝা যাচ্ছিলো এখানে বৃষ্টির দাপট কতটা। ওইদিন তীব্রতা কম থাকলেও দু’দিন যাবৎ তা ঝড়ছে অবিরাম ধারায়।

চট্টগ্রামের আবহাওয়ার পূর্বাভাস বলছে ৪ সেপ্টেম্বর থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠেয় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনেও বৃষ্টির এমন ধারাবাকিতা অব্যাহত থাকবে। যা সিরিজ নির্ধারণী এই ম্যাচে সন্দেহাতীতভাবেই ছন্দপতন ঘটাতে পারে।

যদিও তারা দাবী করছে ৫ সেপ্টেম্বর থেকে তা কমতে শুরু করবে।

যদি এমন হয়, বৃষ্টি ও খেলা দুটো একই সাথে চলতে থাকলে শেষ পর্যন্ত জয়ের শেষ হাসি হেসে কে মাঠ ছাড়বে সেটা বলা মুশকিল। কেননা তাতে করে ক্ষণে ক্ষণে ম্যাচের দৃশ্যপট বদলাবে। কেননা স্পিন বিষে ভরা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের এই উইকেটে মুশফিক ও তার দলের যেমন স্পিন শক্তিটা পরীক্ষিত তেমনি স্টিভ স্মিথের দলেরও।

সাকিব, মিরাজ, তাইজুল এই স্পিন ত্রয়ী ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার সামর্থ্য রাখে। ঢাকা টেস্টে তা প্রমাণিত। তেমনি লায়ন, অ্যাগার এবং ও’কিফ হয়ে উঠতে পারেন অজিদের তুরুপের তাস।

তবে টাইগার ভক্তদের জন্য আশার কথা হলো, বৃষ্টি ম্যাচের ভাগ্য বদলাবে কী না সেই বিতর্কে যেতে চাইছেন না লাল-সবুজের দলপতি মুশফিক। বরং মাঠের খেলা খেলেই প্রথমবারের মতো অজিদের বিপক্ষে ২-০ তে সিরিজ জয়ের বিরল ইতিহাস গড়েই মাঠ ছাড়তে চাইছেন তিনি।

‘আমরা তো চাইবো খেলেই যেন সিরিজ জিততে পারি। আর এর চেয়ে বড় কিছু আসলে হয় না। চট্টগ্রামের পানি নিষ্কাশন ব্যবস্থা এতো ভালো তুমুল বৃষ্টির পরও আধ ঘণ্টার মধ্যে এখানে খেলা শুরু হয়ে যায়। যদি অন্তত তিনদিনও, সাড়ে তিনদিনও খেলা হয়, আমার মনে হয় খুব ভালো একটা টেস্ট ম্যাচ হবে। আমি মনে করি যে ঢাকার মতো একটা রোমাঞ্চকর একটা টেস্ট ম্যাচ হবে। ’

এমন লক্ষ্য নিয়েই সোমবার (৪ সেপ্টেম্বর) সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অস্ট্রেলিয়াকে মোকাবেলা করবে ১-০ তে এগিয়ে থাকা বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

সন্দেহ নেই, বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে বিরল এক উপলক্ষের সামনে দাঁড়িয়ে অধিনায়ক মুশফিক। ক্রিকেটে সব সময়ের শক্তিশালী অস্ট্রেলিয়াকে প্রথম ম্যাচের ধারাবাহিকতায় শেষ ম্যাচেও হারাতে পারলে তা হবে টাইগারদের এযাবতকালের সেরা অর্জন।

খোদ অধিনায়কও সেরকমই ভাবছেন,  ‘টেস্টে বাংলাদেশ যেভাবে উন্নতি করছে তাতে এটা খুবই অবধারিত ছিল। এটা স্রেফ সময়ের ব্যাপার ছিল। কারণ, আমাদের দলে এমন কয়েকজন পারফরমার আছে যারা ধারাবাহিকভাবে ভালো করছে। ব্যক্তিগতভাবে আমি অবশ্যই চাইবো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে আর সেটা যেন ২-০ হয়। ’

আর সেই লক্ষ্যে শেষ ম্যাচে সেরা একাদশে পরিবর্তনের আভাসও দিয়ে রাখলেন এই টেস্ট দলপতি। সংবাদ সম্মেলনে মুশফিক নিজে বলেননি ঠিকই তবে গুঞ্জন শোনা যাচ্ছে এই ম্যাচে দলে ঢুকছেন মুমিনুল হক। বাদ পড়তে যাচ্ছেন পেসার শফিউল ইসলাম, ‘পরিকল্পনা তো অবশ্যই আছে। আমাদের যে ১৪জন আছে, সবাই কিন্তু সক্ষম। ’

নিজেদের কন্ডিশনে মুশফিক যখন সিরিজে জয়ের স্বপ্নে বিভোর তখন সিরিজে ফেরার লড়াইয়ে স্টিভেন স্মিথ। প্রথম ম্যাচটি হারায় পাহাড়সম চাপের মুভে তার দল। তবে হাল ছাড়তে চাইছেন না অজি দলপতি, ‘স্কোরলাইন যেটাই হোক, আন্তর্জাতিক ক্রিকেট সবসময়ই চাপের। আমরা ১-০ তে পিছিয়ে আছি, সমতায় শেষ করতে হলে জিততেই হবে। সেটা করতে হলে গত সপ্তাহের চেয়ে অনেক ভালো খেলতে হবে আমাদের। গত ম্যাচে যেভাবে খেলেছে, তাতে বাংলাদেশ অবশ্যই আত্মবিশ্বাসে পূর্ণ থাকবে। আমাদের অনেক ভালো খেলতে হবে। ’

এবার দেখা যাক কে কার লক্ষ্যে অটল থাকেন। বাংলাদেশের ক্রিকেটের এ যাবৎকালের সেরা অর্জনের লক্ষ্যে মুশফিক। নাকি কুলীন অস্ট্রেলিয়ার মান বাঁচানোর লক্ষ্যে স্মিথ?

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ৩ সেপ্টেম্বর, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।