দিনশেষে বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে সাব্বির রহমান আসতেই সেই প্রসঙ্গটা উঠে এলো।
লায়নের এমন ‘সার্টিফিকেটের’ পরেও অবশ্য সাব্বির রহমান খুশিতে গদগদ করার মানুষ নন।
বিরাট কোহেলির সঙ্গে তুলনায় আসার চেয়ে সাব্বিরের কাছে গুরুত্বপূর্ণ দলের জন্য অবদান রাখা।
সেটাই বললেন এরপর-‘আমি যদি আমার খেলা খেলতে পারি, টিমকে সাপোর্ট দিতে পারি-সেটাই ইমপরটেন্ট। ’
টেস্ট ক্রিকেট মানে উইকেটে পড়ে থাকা। তবে সাব্বির এর সঙ্গে গুরুত্ব দিচ্ছেন দ্রুত রান তোলাতেও।
বলেন, যতক্ষণ উইকেটে থাকি রান বাড়ানোর চেষ্টা করি। কারণ দীর্ঘক্ষণ উইকেটে থাকলাম কিন্তু দলের জন্য রান করে যেতে পারলাম না, তাতে ভালো কিছু হবে না। তাই চেষ্টা থাকে রান করে যাওয়ার।
দিনশেষে অবশ্য সেই পলিসিতে সফল সাব্বির রহমান। খাদের কিনারা থেকে দলকে টেনে তুলতে খেললেন ঝলমলে ৬৬ রানের ইনিংস। শেষের দিকে কিছুটা ধীরগতিতে রান তুললেও মাঝখানে সাব্বির খেলেছেন ওয়ানডের মতোই।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৭
টিএইচ/টিসি/এসএইচ