ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রথম সেশন শেষে চাপে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৭
প্রথম সেশন শেষে চাপে অস্ট্রেলিয়া ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অস্ট্রেলিয়াকে ২-০ তে সিরিজ হারানোর লক্ষ্যে সঠিক পথে রয়েছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৩০৫ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে স্বাগতিক শিবির। শুরুতেই ১ উইকেট হারিয়ে চাপের মুখে অজিরা। দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে চলছে মধ্যাহ্ন বিরতি।

ডেভিড ওয়ার্নার ২ ও স্টিভেন স্মিথ ৮ রানে ব্যাট করছেন। ৪ ওভার শেষে দলীয় সংগ্রহ ১ উইকেটে ১৫।

ঢাকা টেস্টে উইকেটশূন্য মোস্তাফিজুর রহমান ব্রেকথ্রু এনে দেন। লেগসাইড ডেলিভারি ম্যাট রেনশর (৪) ব্যাট ছুঁয়ে মুশফিকুর রহিমের গ্লাভসবন্দী হয়। ঝাঁপিয়ে পড়ে এক হাতে দুর্দান্ত ক্যাচ উপহার দেন টাইগার অধিনায়ক।

মুশফিক-সাব্বিরের পর ইনিংসের তৃতীয় হাফসেঞ্চুরির কাছাকাছি এসে আক্ষেপে পুড়েন টেস্টে ১ হাজারি রানের ক্লাবে প্রবেশ করা নাসির হোসেন (৪৫)। অ্যাশটন অ্যাগারের বল তার ব্যাট ছুঁয়ে ম্যাথু ওয়েডের গ্লাভসে আটকা পড়ে।

নাসিরের বিদায়ের পর ডেভিড ওয়ার্নারের সরাসরি থ্রোতে রানআউটের শিকার হন ২ রান নিতে যাওয়া মেহেদি হাসান মিরাজ (১১)। নাসির-মিরাজ অষ্টম উইকেট জুটিতে আসে ২৮। শেষদিকে দলীয় স্কোরটা ৩০০ পার করেন তাইজুল ইসলাম (৯)।

সবকটি উইকেট তুলে নেন দুই অজি স্পিনার নাথান লায়ন ও অ্যাশটন অ্যাগার। একাই সাতটি দখল করেন লায়ন। তাইজুলকে স্মিথের ক্যাচ বানিয়ে সমাপ্তি টানেন। বাকি দুই উইকেট অ্যাগারের।

মঙ্গলবার (৫ সেপ্টম্বর) আগের দিনের ৬ উইকেটে ২৫৩ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন মুশফিকুর রহিম ও নাসির। ভরসার প্রতীক অধিনায়ক মুশফিক দ্রুতই ফিরে যান। চাপের মুখে তার দায়িত্বশীল ইনিংসটি থামে ৬৮ রানে।

ডিফেন্স করতে গিয়ে ব্যাট-প্যাড হয়ে বল স্ট্যাম্পে আঘাত হানে। নাথান লায়নের ষষ্ঠ শিকারে পরিণত হন মুশফিক। সাব্বির রহমানকে (৬৬) ছাড়িয়ে আউট হয়েছেন। এ দু’জনের জুটিই প্রথম দিনে বাংলাদেশকে পথ দেখায়। নাসির হোসেনের সঙ্গে মুশফিকের পার্টনারশিপে আসে ৪৩।

অজিদের সিরিজ হারাতে দৃঢ়প্রতিজ্ঞ স্বাগতিক শিবির। ঢাকায় অনুষ্ঠিত মিরপুর টেস্টে ২০ রানের রোমাঞ্চকর জয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ তে লিড নেয় টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আরেকটি ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে মুশফিকের দল।

টস জিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ১১৭ রানে পাঁচ উইকেট হারানোর ধাক্কা সামলে মুশফিক-সাব্বিরের জুটিতে (১০৫) স্বস্তি ফেরে। শেষ বিকেলে ছন্দে ফেরা সাব্বির দুর্ভাগ্যজনকভাবে আউট না হলে আরও ভালো অবস্থানে থাকতো দল।

সাব্বিরের দুর্দান্ত ইনিংসটি থামে ৬৬ রানে। নাথান লায়নের লেগসাইড ডেলিভারি মিস করে শরীর ও পায়ের ভারসাম্য রাখতে পারেননি। থার্ড আম্পায়ার রিপ্লেতে স্ট্যাম্পিং হয়ে আক্ষেপ নিয়েই মাঠ ছাড়েন। পূর্ণ হয় লায়নের পাঁচ উইকেট।

ঢাকা টেস্টের দুই ইনিংসেই (৭১ ও ৭৮) অর্ধশতক হাঁকানো তামিম ইকবাল ঘরের মাঠে মাত্র ৯ রান করেন। আরেক ওপেনার সৌম্য সরকার ৩৩ করে বিদায় নেন। আবারো ব্যর্থতার পরিচয় দেন ইমরুল কায়েস (৪)। একাদশে ফেরা মুমিনুল হকের ব্যাট থেকে আসে ৩১।

টপঅর্ডারের চারটিই উইকেটই দখল করেন অফস্পিনার লায়ন। দলীয় ১১৭ রানের মাথায় সাকিব আল হাসানকে (২৪) ম্যাথু ওয়েডের গ্লাভসবন্দী করেন বাঁহাতি স্পিনার অ্যাশটন অ্যাগার।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ৫ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।