দুই সপ্তাহের এই সফরে শান্তর সহকারী তানভীর হায়দার খান। চোখের ব্যাথার কারণে অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টের ১৪ সদস্যের দল থেকে বাদ পড়া মোসাদ্দেক হোসেন সৈকত ডাক পেয়েছেন এইচপি দলে।
আগামী ৭ ও ৮ সেপ্টেম্বর নটিংহ্যাম, ১০ সেপ্টেম্বর নর্দান্যান্ট, ১১ সেপ্টেম্বর ল্যাঙ্কাশায়ার, ১২ সেপ্টেম্বর ওয়ারউইকশায়ার, ১৪ সেপ্টেম্বর উস্টারশায়ার, ১৫ সেপ্টেম্বর ওয়ারউইকশায়ার ও ১৭ সেপ্টেম্বর এমসিসির ক্লাবের দ্বিতীয় একাদশের বিপক্ষে খেলবে এইচপি দল। সফর শেষে ১৮ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।
ইংল্যান্ড সফরের এইচপি দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, সাদমান ইসলাম, তানভীর হায়দার খান (সহ-অধিনায়ক), ইরফান শুক্কুর, ইয়াসির আলী চৌধুরী, সাইফউদ্দিন, আল-আমিন, মেহেদী হাসান, জুবায়ের হোসেন, আবু হায়দার রনি, এবাদত হোসেন চৌধুরী, ইমরান আলী ইনাম, সৈয়দ খালেদ হোসেন ও শুভাশীষ রায়।
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, ৫ সেপ্টেম্বর ২০১৭
এইচএল/এমআরএম