ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আমরা ব্যাকফুটে, কিন্তু এটা ক্রিকেট...

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৭
আমরা ব্যাকফুটে, কিন্তু এটা ক্রিকেট... সংবাদ সম্মেলনে কথা বলছেন নাসির হোসেন- ছবি- উজ্জল ধর

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: ক্রিকেটকে বলা হয় চরম অনিশ্চয়তার খেলা। মুহূর্তেই রং বদলাতে পারে একমাত্র ক্রিকেটেই। দ্বিতীয় দিন শেষে কিছুটা পিছিয়ে যাওয়া বাংলাদেশ সেই অনিশ্চয়তাতেই বিশ্বাস রাখছে।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসা নাসির হোসেনের কথাতেই আঁচ পাওয়া গেলো সেই বিষয়টির।
 
নাসির বলেন, ‘আমরা এখনও ৮০ রানে এগিয়ে আছি।

তবে এটাও ঠিক আমরা একটু ব্যাকফুটে আছি। ’
 
এরপর নাসির বলে গেলেন, ‘ক্রিকেট এমন একটা খেলা, আগেভাগে কিছু বলা যায় না। ১-২ ঘণ্টায় অনেক কিছু হয়ে যেতে পারে। আমরা সেই আশায় আছি। ’
 
অস্ট্রেলিয়া দলের মাত্র দু’টি উইকেট তুলে নিতে পারলেও বাংলাদেশ  খারাপ বোলিং করেনি এমনটাই মত নাসিরের।
 
তিনি বলেন, আমরা খারাপ বোলিং করিনি। ওয়ার্নারকে দেখেন-তিনি কিন্তু খুব দ্রুত রান তোলেন। কিন্তু খুব স্লো খেলছেন। তার মানে বুঝতে হবে আমাদের বোলিং খারাপ হয়নি। ’
 
‘এই উইকেটে বোলিং করা অনেক কঠিন। কারণ স্টাম্প বরাবর করা বলগুলো টার্ন করছে না। এই বলগুলোতেই বেশি উইকেট পড়ে। বল শুধু টার্ন করছে যেসব জায়গায় উইকেট কিছুটা রাফ হয়েছে সেখানেই। ’
 
শুরুতেই ফেরা যাক। নাসির হোসেন বিশ্বাস রাখছেন ক্রিকেটের চরম অনিশ্চয়তার ‘ঐতিহ্যে’। কে বলতে পারে তৃতীয় দিনের সকালেই এরকম একটা অনিশ্চয়তার মুহূর্ত আসবে না বাংলাদেশের ভাগ্যেও। ক্রিকেট তার চরম অনিশ্চয়তা দেখাক, জহুর আহমেদ স্টেডিয়ামে-এটাই আপাতত প্রার্থনা বাংলাদেশ দলের। হয়তো গোটা দেশবাসীরও।
 
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৭
টিএইচ/টিসি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।