আফ্রিদি আগেই জানিয়েছিলেন যে আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলবেন। হঠাৎ করে জানিয়ে দিলেন, আফগানিস্তানে খেলতে যাচ্ছেন না তিনি।
সন্ত্রাসবাদের অভিযোগে পাকিস্তানের সাথে ক্রিকেট সিরিজ বাতিল করে আফগানিস্তান। এ বছরের জুলাই-অগাস্টে কাবুলে টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের। এরপর পাকিস্তানে সফর করার কথা ছিল আফগানিস্তান ক্রিকেট দলের। কিন্তু, কাবুলে বোমা বিস্ফোরণের পর আফগানিস্তানের ক্রিকেট বোর্ড ফেসবুকের মাধ্যমে বিবৃতি দেয় যে, ‘এই মুহূর্ত থেকে পাকিস্তানের সঙ্গে সবরকম ক্রিকেট সম্পর্ক ত্যাগ করছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ’ তখন থেকেই বড়ভাই-ছোটোভাই সম্পর্কে ফাটল।
আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে না খেলার বিষয়ে আফ্রিদি বলেন, ‘আফগানিস্তান সরকার, আফগানিস্তান ক্রিকেট বোর্ড ও মুসলিমায়ার স্পিনগর টাইগার্সকে ধন্যবাদ আমাকে আফগানিস্তানে খেলতে আমন্ত্রণ জানানোর জন্য। কিন্তু আমার জরুরি কিছু পারিবারিক কাজ রয়েছে। সে কারণে আফগানিস্তানে খেলা হচ্ছে না আমার। আমি ক্রিকেটের মাধ্যমে শান্তিকে প্রমোট করতে চাই। যেখানেই যাই না কেন আমি পাকিস্তানকে তুলে ধরতে চাই। পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে চাই। ’
অথচ মুসলিমায়ার স্পিনগর টাইগার্স আফ্রিদিকে দলপতি হিসেবে ঘোষণা দিয়ে প্রচারণা চালিয়ে আসছিল। শুধু আফ্রিদি নন, পাকিস্তানের ক্রিকেটারদের তালিকায় আছেন আব্দুল রাজ্জাক, উমর আকমল, রুম্মন রইস, কামরান আকমল, বাবর আজম আর সোহেল তানভীরের মতো তারকারা। তবে, বাকিরা না খেললেও সেখানে খেলতে দেখা যাবে রাজ্জাককে।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ৯ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি