বনানীর নিজ বাসায় মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সাকিব সাংবাদিকদের অনেক কথাই জানিয়েছেন। সেখানে জানিয়েছেন অবসর কিংবা বিশ্রামটা তার কেন দরকার।
দুই ম্যাচের টেস্ট বিরতি সাকিবের জন্য অনেক কাজে লাগবে বলে জানালেন তিনি। তিনি জানান, ‘দক্ষিণ আফ্রিকায় দুটি টেস্টের পরও যদি যাই, তাতেও কিন্তু আমি প্রায় এক মাসের একটি বিরতি পেয়ে যাচ্ছি। এরকম বিরতি আমি গত ৩-৪ বছরে পাইনি। আমার জন্য এটি অনেক বড় বিরতি হবে বলে মনে করি। আমি বিসিবিকে ধন্যবাদ জানাই যে তারা আমার ব্যাপারটি বুঝতে পেরেছেন। ’
মুশফিক-তামিমদের সাথে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন না সাকিব। আগামী ১৫ অক্টোবর থেকে সেখানে শুরু হবে ওয়ানডে সিরিজ। মাঝের এই অবসরে কি করবেন এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘জানি না কিভাবে সময় কাটাবো। তবে, পরিবারের সঙ্গেই বেশিরভাগ সময় কাটাবো, ঘুরতে যাবো..। মাঝেমধ্যে ক্রিকেট থেকে বাইরে থাকা খুবই জরুরি। এবার চেষ্টা থাকবে যত বেশি বাইরে থাকতে পারি। ’
কিন্তু, পরিবার-বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েই শুধু সময় শেষ করবেন না সাকিব, ‘দক্ষিণ আফ্রিকায় যেহেতু ওয়ানডে ও টি-টোয়েন্টি আছে, সেটির প্রস্তুতিও শুরু করব। কয়েক দিন পর থেকেই আমি প্রস্তুতি নেওয়া শুরু করব। ’
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি