পাকিস্তানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত হলে আইসিসি তার সদস্য দেশগুলোকে সেখানে পাঠানোর পরিকল্পনা করছে। কিন্তু, পরিকল্পনায় জল ঢেলে দিল অস্ট্রেলিয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড এমনটি নিশ্চিত করেন। আগামী বছরের অক্টোবরে পাকিস্তান-অস্ট্রেলিয়ার সিরিজ আছে। কিন্তু সেটা পাকিস্তানে হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ক্রিকেট অস্ট্রেলিয়ার এ কর্মকর্তা শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সিডনিতে জানান, ‘অনেক ধাপে এ প্রক্রিয়া এগুবে। নিকট ভবিষ্যতে পাকিস্তানে আমাদের খেলার কোনো পরিকল্পনা আছে বলে দেখছি না আমি। ’
আইসিসি অবশ্য পাকিস্তানের মন্তব্যে সায় দিয়ে জানায়, পূর্ণ সদস্যের দলগুলোকেই তারা পাকিস্তান সফর করাতে পাঠাবে। যার জন্য তিন বছরের নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে তারা। আন্তর্জাতিক দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা পরামর্শক রেগ ডিকাসন ও নিখোলস স্টেইনকে ১.১ মিলিয়ন মার্কিন ডলার দেবে আইসিসি।
বিশ্ব একাদশের বিপক্ষে সিরিজ শেষে আগামী ২৯ অক্টোবর টি-টোয়েন্টি সিরিজের শেষ একটি ম্যাচ পাকিস্তানে খেলবে শ্রীলঙ্কা। নভেম্বরে সেখানে তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ওয়েস্ট ইন্ডিজের। পাকিস্তানে ১৯৯৮ সালের পর থেকে খেলেনি অস্ট্রেলিয়া। সেবার তিন টেস্টের সিরিজ ১-০ তে জিতেছিল সফরকারীরা।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর, ২০১৭
এমআরপি