ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘ভুলগুলো’ আর হবে না

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘ভুলগুলো’ আর হবে না মুশফিকুর রহিম (ফাইল ছবি)

ঢাকা: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ‘ভুল’ শুধরে সেরাটা খেলার আশাবাদ ব্যক্ত করেছেন মুশফিকুর রহিম।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সফরে যাওয়ার পূর্বে এক সংবাদ সম্মেলনে টেস্ট অধিনায়ক এই আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেছেন, টেস্টে সাকিব না থাকলেও তার অভাব দলগতভাবে পূরণ করতে চায় বাংলাদেশ।

সেজন্য প্রত্যেককে যার যার অবস্থান থেকে ভালো খেলার আহ্বান জানান তিনি।

মুশফিক বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জয়ে সবার দারুণ ভূমিকা ছিল। তবে যে একটি টেস্টে হারতে হয়েছে, তাতে কিছু মিস করেছি বটে। আর আমরা মিস করার ব্যাপারে সবসময় খেয়াল রাখি। দিন দিন যে উন্নতি করছি, সেই উন্নতির জেরেই জয় পেয়েছি একটিতে। এটিও দেখতে হবে।  এবার আরও ভালো করতে হলে ভুলগুলো না করে খেলে যেতে হবে। মনে রাখতে হবে, ক্যাচ মিস বা ফিল্ডিং মিসের মতো ঘটনা ঘটলে বড়দলগুলোর বিপক্ষে জয় পাওয়া যায় না।

অফ্রিকান কন্ডিশনে দল কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার সঙ্গে দল কেমন হবে সেটি তখন ঠিক করা যাবে। একটি প্রস্তুতি ম্যাচ আছে সেটি খুব গুরুত্বপূর্ণ।

কিপারব্যাটসম্যান নাকি শুধু ব্যাটসম্যান কী হিসেবে খেলবেন টেস্টে? এ প্রশ্নের জবাবে অধিনায়ক বলেন, দলের প্রয়োজনে তিনি যেকোনোভাবে খেলতে প্রস্তুত। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেই এটি চূড়ান্ত করা হবে।

চলতি মাসের ২৮ তারিখ থেকে প্রোটিয়াদের বিপক্ষে পোটসেফস্টোরমে শুরু হচ্ছে সফরকারী বাংলাদেশের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।