ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জবাবটা মাঠেই দেবে রংপুর রাইডার্স

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
জবাবটা মাঠেই দেবে রংপুর রাইডার্স ছবি: দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের (বিপিএল) পঞ্চম আসরে শিরোপ জয়ের লড়াইয়ে রংপুর রাইডার্স কতটুকু পারঙ্গম সেই জবাব মাশরাফিরা মাঠেই দেবেন বলে জানালেন, দলটির স্বত্বাধিকারী ও দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান।

আর এই লক্ষ্যে তারা যে দল গঠন করেছেন তাতে তিনি খুশি। পাশাপাশি দেশি, বিদেশি প্লেয়ারদের সমন্বয়ে রংপুর রাইডার্স ভারসাম্যপূর্ণ একটি দল হয়েছে বলেও মত তার।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর স্থানীয় একটি হোটেলে বিপিএলের এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট শেষে সংবাদ মাধ্যমকে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। তিনি জানান, ‘সব ধরনের প্লেয়ার নিয়ে ভারসাম্যপূর্ণ একটি দল গঠন করতে পেরেছি। যা হয়েছে তাতে আমি খুশি। চ্যাম্পিয়নতো খেলেই হতে হবে। তো আমরা মাঠেই কথা বলবো। ’

নিজ দল প্রসঙ্গে এসময় তিনি আরও বলেন, ‘দল নিয়ে আমরা যে পরিকল্পনা করেছিলাম তার ৯৫ ভাগ পূরণ করতে পেরেছি। ’

উল্লেখ্য, বিপিএলেরর গেল আসরে রংপুর রাইডার্সের পারফরম্যান্স খুব বেশি সন্তোষজনক ছিল না। টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় গ্রুপ পর্বেই। সেই অবস্থা থেকে এবারের আসরে ঘুড়ে দাঁড়াতে আইকন প্লেয়ার ও অধিনায়ক হিসেবে দলে ভিড়িয়েছে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে।

মাশরাফির পাশাপাশি দেশি প্লেয়ারদের তালিকায় আরও আছেন মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, সোহাগ গাজী, শাহরিয়ার নাফিস, নাজমুল হোসেন অপু, জিয়াউর রহমান, ফজলে মাহমুদ, আব্দুর রাজ্জাক, এবাদত হোসেন, ইলিয়াস সানি ও নাহিদুল ইসলাম।

আর বিদেশি প্লেয়ারদের তালিকায় আছেন ক্রিস গেইল, রবি বোপারা, ডেভিড উইলি, স্যামুয়েল বদ্রি, জনসন চার্লস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, অ্যাডাম লিথ, সামিউল্লাহ শেনওয়ারি, জহির খান ও স্যাম হেইন।

** বিপিএল নিলামে উপস্থিত সাফওয়ান সোবহান

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ১৬ সেপ্টেম্বর ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।