সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এ ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে সাকিব আল হাসান বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছি।
তিনি আরও বলেন, মানবিকতার জন্যই মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের পাশে বাংলাদেশ দাঁড়িয়েছে।
বিশ্বের বিবেকমান প্রতিটি মানুষই এদের পাশে দাঁড়াবে বলেও তিনি আশা করেন।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুজর্য়, গ্রাউন্ড বোর্ডের ম্যানেজার আব্দুল বাতেন, সদস্য গামেনি সিলভা।
বন্যাদুর্গত প্রতিটি পরিবারের মাঝে চাল, ডাল, চিড়া, চিনি, সাবান, খাবার স্যালাইন, তেল, বিস্কুট, আটা ও লবণ বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
আরআইএস/