বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) মাঠে গড়াবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। পচেফস্ট্রুমে খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়।
ঘরের মাটিতে অজিদের বিপক্ষে বাজে পারফরম্যান্সের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন ইমরুল। এবার তার সামনে নিজেকে মেলে ধরার দারুণ সুযোগ। প্রস্তুতি ম্যাচের আত্মবিশ্বাস পুঁজি করে মাঠে নামবেন অভিজ্ঞ এ বাঁহাতি ব্যাটসম্যান।
ইমরুলের অনুভূতি, ‘প্র্যাকটিস ম্যাচে রান করায় আমি আত্মবিশ্বাস অনুভব করছি। আসলে আপনি যখন রান করবেন সেখান থেকে আত্মবিশ্বাসটা নিতে পারবেন। আমি কোথায় স্কোর করছি ঘরের মাটিতে নাকি এখানে তা কোনো বিষয় নয়। রান পাওয়াটা সবসময়ই মনোবল জোগাবে ও নির্ভার রাখবে। ’
এখন পযন্ত ৩০টি টেস্ট খেলেছেন ত্রিশ বছর বয়সী ইমরুল। ২৬.৫৫ গড়ে রান ১৪৮৭। চারটি ফিফটির পাশাপাশি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনবার। সর্বোচ্চ ইনিংস ১৫০।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম