মঙ্গলবার ব্রিস্টলের একটি নাইট ক্লাবে হাতাহাতির ঘটনায় গ্রেফতার হয়েছিলেন স্টোকস ও অ্যালেক্স হেলস। তবে পরে তাদের আবার ছেড়ে দেওয়া হয়।
জস বাটলারকে পেছনে ফেলে সারের উইকেটরক্ষক বেন ফকস জায়গা পেয়েছেন। সুযোগ পেয়েছেন স্যাম বিলিংস। আর আদিল রশিদকে হটিয়ে স্পিনার হিসেবে রাখা হয়েছে ম্যাসন ক্র্যানেকে। স্টিভেন ফিন ও লিয়াম প্ল্যাঙ্কেটকে পেছনে ফেলে সুযোগ পেয়েছেন ক্রেইগ ওভারটন।
অ্যাশেজের জন্য ইংল্যান্ড দল: জো রুট (অধিনায়ক), অ্যালেস্টার কুক, মার্ক স্টোনমান, ডেভিড মালান, গ্যারি ব্যালেন্স, জেমস ভিন্স, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, বেন ফকস (ডব্লু), মঈন আলী, ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, জ্যাক বল , ম্যাসন ক্র্যানে, ক্রেইগ ওভারটন।
অ্যাশেজ সূচি:
নভেম্বর ২৩-২৭: প্রথম টেস্ট, ব্রিসবেন
ডিসেম্বর ২-৬: দ্বিতীয় টেস্ট, অ্যাডিলেড (দিবা-রাত্রি)
ডিসেম্বর ১৪-১৮: তৃতীয় টেস্ট, পার্থ
ডিসেম্বর ২৬-৩০: চতুর্থ টেস্ট, মেলবোর্ন
জানুয়ারি ৪-৮: পঞ্চম টেস্ট, সিডনি
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস