ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোহলিদের দ. আফ্রিকা সফরসূচি চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
কোহলিদের দ. আফ্রিকা সফরসূচি চূড়ান্ত ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ হোম সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। বিরাট কোহলিদের সফর শুরু হবে ৩০ ডিসেম্বর থেকে। তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচ রয়েছে।

কেপটাউন, সেঞ্চুরিয়ান ও জোহানেসবার্গে টেস্ট তিনটি অনুষ্ঠিত হবে। এরপর সীমিত ওভারের সিরিজে থাকছে ছয়টি ওয়ানডে ও তিনটি টি-২০।

আগামী ৫ জানুয়ারি প্রথম টেস্ট শুরুর আগে ৩০ ডিসেম্বর একমাত্র প্রস্তুতি ম্যাচটি মাঠে গড়াবে।

দ্বিতীয় টেস্ট ১৩ জানুয়ারি ও তৃতীয়টি ২৪ জানুয়ারি থেকে। ছয়টি ওয়ানডে যথাক্রমে ১, ৪, ৭, ১০, ১৩ ও ১৬ ফেব্রুয়ারি। ১৮, ২১ ও ২৪ ফেব্রুয়ারি তিনটি টি-টোয়েন্টি।

বর্তমানে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওডিআইতে ব্যস্ত সময় পার করছে টিম ইন্ডিয়া। ইতোমধ্যেই সিরিজ জিতে নিয়েছে বিরাট কোহলির দল। অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে চোখ রাখছে দ. অাফ্রিকা।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।