একমাত্র যে উইকেটটি এসেছে, তাও রানআউট থেকে। প্রথম দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটের বিনিময়ে ২৯৮ রান।
‘ওরা যদি তিন দিন ব্যাটিং করে আপনি বলতে পারবেন না ওরা কত রান করবে। ১ হাজার রান হতে পারে, সাতশ রানও করতে পারে। যত কম রানে ওদের বাঁধা যায় ততই ভাল। ’
এই ব্যাটিং অলরাউন্ডার আশঙ্কা প্রকাশ করেন, দ্বিতীয় দিন থেকে সফরকারী বোলিং বিভাগ নিজেদের ঠিকমত মেলে ধরতে না পারলে তাদের ফিল্ডিং আরও প্রলম্বিত হবে। যা ম্যাচ শেষে দলটিকে এনে দিতে পারে স্বাগতিকদের বিপক্ষে আগের চার ম্যাচের ধারাবাহিকতায় আরেকটি ইনিংস পরাজয়ের হতাশা। তবে সাব্বির এখনই সেরকম কিছু ভাবতে চাইছেন না।
‘আমরা ভালো বোলিং করতে না পারলে পাঁচ দিন ব্যাটিং করতে হতে পারে পারে। তবে আমরা চেষ্টা করছি। উইকেট ফেলার জন্য বোলিং করতে হবে। আমাদের মূল লক্ষ্য থাকবে রান বেঁধে রাখা। রান যত কম দেওয়া যায় সেই চেষ্টা করা। ’
বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, ২৯ সেপ্টেম্বর ২০১৭
এইচএল