ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বেয়ারস্টোর দ্বিতীয় সেঞ্চুরিতে হোয়াইটওয়াশ ক্যারিবীয়রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৭
বেয়ারস্টোর দ্বিতীয় সেঞ্চুরিতে হোয়াইটওয়াশ ক্যারিবীয়রা বেয়ারস্টোর দ্বিতীয় সেঞ্চুরিতে হোয়াইওয়াশ ক্যারিবীয়রা-ছবি:সংগৃহীত

জনি বেয়ারস্টোর ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড। যদিও দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। তবে পঞ্চম ও শেষ ওয়ানডেতে ক্যারিবীয়দের ৯ উইকেটের বড় ব্যবধানে হারায় স্বাগতিকরা।

প্রথমে ব্যাট করা সফরকারী উইন্ডিজ নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৮৮ রান করে। জবাবে ৭২ বল বাকি থাকতেই মাত্র একটি উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।

বড় টার্গেটে খেলতে নেমেও ঝড়ো সূচনা করেন ইংলিশ দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো। উদ্বোধনী জুটিতে তারা ১৫৬ রান তোলেন। তবে রয় ৭০ বলে ১১টি চার ও একটি ছক্কায় ৯৬ করে বিদায় নেন। কিন্তু এই সিরিজেই দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান বেয়ারস্টো। ডানহাতি এ ব্যাটসম্যান শেষ পর্যন্ত ১১৪ বলে ১৭টি চারের সাহায্যে ১৪১ করে ‍অপরাজিত থাকেন। সঙ্গী হিসেবে ৪৬ রানে মাঠ ছাড়েন জো রুট।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শাহি হোপের ৭২ রান ও গেইল (৪০), সুনিল অ্যাম্ব্রিসদের (৩৮) ব্যাটে ভালো সংগ্রহ পায় ক্যারিবীয়রা। তবে এ মাঠে এই স্কোরও জয়ের জন্য যথেষ্ঠ ছিলো না।

ইংলিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট পান লিয়াম প্ল্যাঙ্কেট। এছাড়া একটি করে উইকেট দখল করেন জ্যাক বল, টম কারান, আদিল রশিদ ও মঈন আলী।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, ৩০ সেপ্টেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।