আগে ব্যাট করা লঙ্কানরা ১৫৪.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ৪১৯ রান।
ব্যাটিংয়ে নেমে লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে রান আউট হওয়ার আগে করেন ৯৩ রান।
পাকিস্তানের স্পিনার ইয়াসির শাহ তিনটি আর মোহাম্মদ আব্বাস তিনটি করে উইকেট নেন। হাসান আলি দুটি এবং হারিস সোহেল একটি উইকেট লাভ করেন। পাকিস্তানি তারকা স্পিনার ইয়াসির শাহর মাইলফলক স্পর্শ করা ম্যাচ এটি। এই ম্যাচের মধ্যদিয়ে ইয়াসির শাহ পূর্ণ করেন তার দেড়শ উইকেট। যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় দ্রুততম দেড়শ। ২৭ টেস্টে এই মাইলফলক ছুঁয়েছেন এই লেগ স্পিনার। সাবেক ইংলিশ পেসার সিডনি বার্নস ১৯১৩ সালে মাত্র ২৪ টেস্ট খেলে এই মাইফলক ছুঁয়েছিলেন। ১০৪ বছর ধরে সেটি তারই দখলে। দেড়শ উইকেট ছুঁতে ২৭ টেস্ট লেগেছিল পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিসের।
পাকিস্তানের ওপেনার শান মাসুদ ৫৯ এবং সামি আসলাম ৫১ রানে বিদায় নেন। আজহার আলি ৭৪ রানে অপরাজিত আছেন। এছাড়া, আসাদ শফিক ৩৯ এবং বাবর আজম ২৮ রান করেন। লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ দুটি উইকেট নেন। একটি করে উইকেট পান নুয়ান প্রদীপ এবং দিলরুয়ান পেরেরা।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ৩০ সেপ্টেম্বর ২০১৭
এমআরপি