বাংলাদেশ চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে তোলে ৪৯ রান। শেষ দিন ব্যাটিংয়ে নেমে মুশফিক বিদায় নেওয়ার আগে করেন মাত্র ১৬ রান।
আগের দিন দ্বিতীয় ইনিংসে ওপেনিংয়ে নামেন তামিম ইকবাল-ইমরুল কায়েস। মরনে মরকেলের করা দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলেই তামিম বিদায় নেন বোল্ড হয়ে। ওভারের শেষ বলে মুমিনুল বিদায় নেন এলবির ফাঁদে পড়ে। কোনো রান ওঠার আগেই দুই ব্যাটসম্যানের বিদায় ঘটে। ইনিংসের তৃতীয় ওভারে সেই মরনে মরকেলের বলে দলীয় ৬ রানের মাথায় বোল্ড হয়েও ‘নো বল’ এর কারণে বেঁচে যান মুশফিকুর রহিম।
তামিম-মুমিনুলকে হারানোর পর প্রতিরোধ গড়েছিলেন মুশফিক-ইমরুল। ইমরুল ফিরেছেন ডি ককের গ্লাভসে ধরা পড়ে। মহারাজের স্পিনে আউট হওয়ার আগে ৪২ বলে ৫টি চারের সাহায্যে ৩২ রান করেন ইমরুল। দলীয় ৪৯ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।
প্রথম ইনিংসে ৪৯৬ রানে ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ তুলেছিল ৩২০ রান। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারানো স্বাগতিকরা ৫৬ ওভারে ২৪৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। ফলে, বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ৪২৪ রান।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ২ অক্টোবর, ২০১৭
এমআরপি