অথচ ১১ অক্টোবর থেকে অনুষ্ঠেয় সফরকারী আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজে টাইগার ‘এ’ দল ঘোষণার আগে বাংলাদেশ ক্রিকেটের পরিচালনা প্রধান আকরাম হোসেন ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন, জাতীয় দল থেকে বাদ পড়া এমন প্লেয়ার যারা ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করছেন তাদের স্কোয়াডে ডাকা হবে।
কিন্তু তাদের দেয়া কথা আর থাকলো কোথায়? দেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্মার শাহরিয়ার নাফিস, নাঈম ইসলামদের বাদ দিয়েই আইরিশদের বিপক্ষে ৫টি ওয়ানডে ও একটি চারদিনের ম্যাচের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
যদিও স্কোয়াডে অনূর্ধ্ব-১৯ দল থেকে ডাক পেয়েছেন অধিনায়ক সাইফ হাসান। নাজমুল হোসেইন শান্তকে অধিনায়ক করে বিসিবি ঘোষিত এই দলে আর যারা জায়গা পেয়েছেন তারা হলেন, সাইফ হাসান, সাদমান ইসলাম, আল-আমিন, জাকির হাসান, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম, নাইম হাসান, এবাদত হোসেইন, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি ও জুবায়ের হোসেন লিখন।
সিরিজে টাইগার ‘এ’ দলের কোচ হিসেবে থাকছেন সায়মন হেলমট ও চম্পকা রামানায়েকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১১ অক্টোবর চারদিনের ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। চারদিনের ম্যাচ শেষে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৭, ১৯, ২১, ২৪ ও ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের পাঁচটি ওয়ানডে।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ৪ অক্টোবর ২০১৭
এইচএল/এমএমএস