সিরিজ হারলেও লড়াই করেছিলেন স্মিথরা। জোর কথার লড়াই হয়েছিল বিরাট কোহলিদের সঙ্গে।
কিন্তু কেন? ভারতের সাবেক ওপেনার বিরেন্দ্র শেওবাগ মনে করেন, আগামী বছর আইপিএলে ভাল দাম পাওয়ার জন্যই অজি ক্রিকেটাররা চুপচাপ রয়েছেন, ‘আগামী বছর আইপিএল নিলাম হবে। তাই স্লেজিংয়ের রাস্তা থেকে সরে এসেছে অজিরা। তারা জানে স্লেজিং করলে ভারতীয় ফ্রাঞ্চাইজিরা বেশি দামে ওদের কিনবে না। নিলামে দর কম উঠবে। ’
শেওবাগ অবশ্য মনে করেন এই অস্ট্রেলিয়া বড্ড বেশি স্মিথ, ওয়ার্নার, ফিঞ্চ নির্ভর। দলগত পারফরম্যান্স করতে না পারলে ভারতকে হারানো যে অসম্ভব তাও স্মিথদের মনে করিয়ে দিয়েছেন বিরু, ‘এই অস্ট্রেলিয়া ভয়ানক চাপের মধ্যে রয়েছে। সেরা ক্রিকেটারের অভাব রয়েছে। দলটা তো স্মিথ, ওয়ার্নার এবং ফিঞ্চের উপর নির্ভরশীল। ’
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতের কাছে ৪-১ ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ০৪ অক্টোবর, ২০১৭
এমএমএস