ছবি: সংগৃহীত
প্রথম শ্রেণি ও ওয়ানডে ক্যারিয়ারের ইতি টেনেছেন জন হ্যাস্টিংস। আন্তর্জাতিক ও ঘরোয়া দুই পর্যায়েই নিজেকে গুটিয়ে নিয়েছেন। অর্থাৎ অস্ট্রেলিয়ার হয়ে শুধুমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারবেন ৩১ বছর বয়সী এ বোলিং অলরাউন্ডার।
অজিদের হয়ে একটি টেস্টই খেলেছেন হ্যাস্টিংস। তাও পাঁচ বছর আগের কথা।
২০১২ সালের নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পার্থ টেস্টে ১টি উইকেট নিয়েছিলেন। ওয়ানডেতে ২৯ ম্যাচে উইকেট ৪২টি। রান ২৭১।
শেষ ওডিআই ছিল গত জুনে বার্মিংহামে নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ। প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৫টি ম্যাচ খেলেছেন হ্যাস্টিংস। রানসংখ্যা ২২৩১। বল হাতে ২৩৯টি উইকেট শিকার করেছেন।
টেস্ট-ওয়ানডে থেকে অবসর নিলেও সংক্ষিপ্ত সংস্করণে খেলে যেতে চান হ্যাস্টিংস। আসন্ন বিগ ব্যাশ আসরে মেলবোর্ন রেনেগেডসের অধিনায়ক তিনি। গত বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স টিমে ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ৬ অক্টোবর, ২০১৭
এমআরএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।