কিন্তু এই লিগ নিয়ে আপত্তি জানাচ্ছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তাদের দাবি, শারজায় টি-টেন লিগের আয়োজন তাদের বাজারের ক্ষতি করবে।
শারজাহতে ডিসেম্বরে বহুল প্রতিক্ষীত টি-টেন লিগের পর্দা উঠবে। ২১-২৪ ডিসেম্বর চারদিন ব্যাপী এ জমকালো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ মাসের শেষদিকে ড্রাফটের মাধ্যমে চূড়ান্ত হবে চারটি টিম। এটির আকর্ষণ ও দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো হবে বলে মনে করা হচ্ছে। ফুটবলের মতো ৯০ মিনিটেই শেষ হবে খেলা। তাই ক্রিকেটার ও দর্শকদের মাঝে বাড়তি উত্তেজনা ও রোমাঞ্চ কাজ করবে। এরপর শিগগিরই হয়তো আন্তর্জাতিক টি-টেন ম্যাচও দেখা যাবে।
কিন্তু, প্রথমবারের মতো এই টুর্নামেন্টের আগে বাধ সাধছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর আপত্তি শুনছে পিসিবি। পিএসএল আয়োজন করা হবে সংযুক্ত আরব আমিরাতে। শারজাহতে খেলা হবে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ অনেক ম্যাচ। সেক্ষেত্রে টি-টেন লিগও যদি একই জায়গায় হয় তাহলে ফ্র্যাঞ্চাইজিগুলো আর্থিক ক্ষতির মুখে পড়বে বলে তারা জানিয়েছে। এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক পিএসএলের এক ফ্র্যাঞ্চাইজি মালিক পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনকে জানান, ‘নতুন কোনো লিগ শুরু হলে সংযুক্ত আরব আমিরাতে পিএসএলের আকর্ষণ কমে যাবে। কারণ প্রথমবারই এটা পিএসএলের ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর সেখানে যদি তারকা ক্রিকেটাররা খেলেন, তাহলে পিএসএলের আকর্ষণ কমে যাওয়ার সাথে সাথে এর বাজারও ক্ষতিগ্রস্থ হবে। ’
২০০৩ সালে ইংল্যান্ডে প্রথম টি-২০ ক্রিকেট শুরু হয়েছিল। দু’বছর পরই অকল্যান্ডে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ফরমেটের জনপ্রিয়তা ব্যাপক। ঘরোয়া পর্যায়ে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ। ভারতে আইপিএল, বাংলাদেশে বিপিএল, অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ তার মধ্যে অন্যতম।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ৬ অক্টোবর ২০১৭
এমআরপি