জরিমানার পাশাপাশি লিখিত একটি সতর্কবার্তাও পেয়েছেন তিন ক্রিকেটার। ইসিবির অভ্যন্তরীণ তদন্তে উঠে আসে তারা আচরণবিধি লঙ্ঘন করেন।
ইতোমধ্যে জানা যায় অপ্রকাশিত কিছু অর্থ বেয়ারস্টো, প্ল্যাঙ্কেট ও বল পেশাদারী ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের কল্যাণ ফান্ড ও হর্ণসবি পেশাদারী ক্রিকেটার্স ফান্ডে জমা দিয়েছেন।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে ব্রিস্টলে মারামারিতে জড়িয়ে পড়েন দেশটির অলরাউন্ডার বেন স্টোকস। সে সময় তার সঙ্গে ছিলেন আরেক ক্রিকেটার অ্যালেক্স হেলস। তাদের দু’জনকে পুলিশ গ্রেফতার করলেও পরে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এখনও তদন্ত চলছে। যার কারণে আগামী অ্যাশেজে স্টোকসকে দল থেকে বাদ দিয়েছে ইংল্যান্ড।
এদিকে ইসিবি জানিয়েছে বেয়ারস্টো, প্ল্যাঙ্কেট ও বলের অপরাধের সঙ্গে ব্রিস্টলে স্টোকস ও হেলসের অপরাধের কোনো মিল নেই। কিন্তু স্কাই স্পোর্টস জানায়, ২৫ সেপ্টেম্বর ব্রিস্টলে এই তিনজনও ছিলেন। তবে তারা ঘটনায় সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন না।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ০৮ অক্টোবর, ২০১৭
এমএমএস